আমাদের কথা খুঁজে নিন

   

ফাষ্ট হ্যান্ড গাড়ি, এর চে সস্তায়!!!



অবিশ্বাস্য কমমূল্যের গাড়ি ন্যানো বাজারজাত করেছে টাটা। বর্তমান বাজারে ন্যানোর মূল্য ২০৫০ ডলার। যা উন্নত বিশ্বে একজন প্রান্তিক শ্রমজীবীর এক মাসের আয়ের চেয়েও প্রায় কম! অবিশ্বাস্য তো বটেই। এক লাখ রূপীতে গাড়ি পেলে তা বিকোবে ভালোই। নিম্ন ও নিম্নমধ্যম আয়ের মানুষ এর টার্গেট। যাদের গাড়ি চড়াটা হয়তো শুধু স্বপ্নেই সম্ভব! অন্তত: ভারতে, যেখানে প্রতি বছর ৯ শ ডলারের স্কুটার নামক দ্বিচক্রযান বিক্রি হয় ৭০ লাখ! সেখানে চার চাকা, চার সিটের জন্যে এর দ্বিগুণ ব্যয় তো করবেই মানুষ। এর নিকটতম সস্তা গাড়ি মারুতি ৮০০, প্রায় দ্বিগুন দাম। গাড়িটিতে এসি-সহ অনেক সুবিধাই নেই, হয়তো তার দর্কারও নেই। এর বিপক্ষে অনেক সমালোচনাই করা যায় বটে, কিন্তু ফাষ্ট হ্যান্ড গাড়ি এর চে সস্তায় তো কল্পনাও করা যায়না।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.