আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টির দিনের প্যাচাল

ক্ষণিকের এ পৃথিবী . . .

আকাশের আজ মন খারাপ সকাল থেকেই। ঝুমঝুম বৃস্টি, ইচ্ছে ছিল আরও ঘুমাবো, কিন্তু কাজ ছিল, তাই সকালে বাড়ী থেকে বেরিয়েছি, কাজ শেষ করে মার্কেট স্ট্রিট দিয়ে হাটছি, সামনে দেখি ড. জেমস হু, আমার প্রজেক্ট সুপার ভাইজার। আমি পিছন পিছন হাটি, দেখি কই যায় আমার সুপারভাইজার। আমি ঠিক পিছন থেকে হাটছি, দেখে বোঝা যাচ্ছে, স্যার অনেক দিন ধরে কালো সুটা পড়ে বেড়াচ্ছেন। জুতো জোড়ার একপাশে ক্ষয় হয়ে গেছে অনেকটা।

হয়তো স্যারের খুব বেশি একটা চিন্তা নেই সে বিষয়ে। এ জুতো পড়েই ওনি কামলা দিয়ে বেড়ান ইউনিভাসিটি অফ টেকনোলজি সিডনীতে। একি স্যার একটু পর 10 ডলার সিডি শপে ঢুকে। কে জানে, স্যার কোন গান শুনে। আমি আর স্টোরে ঢুকি না, সোজা ক্যাম্পাসের দিকে পা বাড়াই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।