আমাদের কথা খুঁজে নিন

   

হেভী একখান গপেপা



কাল রাতে একটা সপ্ন দেখছিলাম। আমার বিয়া হইছে আমার ইয়ের লগে। হেভীখানা পিনা হইলো। গান বাজনাও হইছে। গেষ্ট চইলা গেলে কে জানি আমারে কইলো বাসর ঘরে যাও হেইখানে তোমার বউ অয়েট করতাছে।

আমি বাসর ঘরে গিয়া দরজা খুলতেই দেখি........................... কমু? কইলে তো কইবেন হালায় গপেপা মারে। বউ আমার বইসা রইছে খাটের তলে। তারে জিগাইলাম অইহানে বইসা আছো কেন?বউ কইলো তুমি আইসা আমারে কোলে কইরা খাটে তোলো। আমি তাই করলাম। তারে এত সুন্দর লাগতাছে একেবারে এ্যাশ ও ফেইল মারবো।

এইরকম ফ্যাল ফ্যাল কইরা চাইয়া রইছি দেইখা বউ কি কইলো জানেন?.................. কমু? কইলে তো কইবেন হালায় গপেপা মারে। বউ কইলো কি দেখো। আমি কইলাম তোমারে দেখি। তুমি এতো সুন্দর আগে দেখি নাই। তোমারে পাইয়া আমি সবাইরে ভূইলা থাকতে পারুম।

বউ কইলো................ কমু? কইলে তো কইবেন হালায় গপেপা মারে। এইরকম কথাবাতায় রাইত বাড়তে লাগলো। কইলাম ঘুমাইবানা। বউ কইলো এইটা কি ঘুমানোর টাইম?আমি হাই তুলিয়া তার পাশে শুইয়া গেলাম। হের পরে সে ও আমার পাশে শুইয়া গেলো।

হের পর কি অইলো.................... কমু? কইলে তো কইবেন হালায় গপেপা মারে। (আর কইয়া কাম নাই। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।