ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।
দেশে থাকতে গান শুনতে কোন বেগ পেতে হোত না। নিজের কালেকশন, বন্ধুদের কালেকশন, উপরন্তু হাত বাড়ালেই দোকান থেকে কিনে নেয়া সব মিলিয়ে কোন সমস্যাই হত না। বাইরে আসার পর ইন্টারনেট ছাড়া গান শোনার গতি নেই। কিন্তু মন চায় গান ডাউনলোড করে সিডি করি আর প্লেয়ারে নিয়ে শুনি। অথচ সবগুলো সাইটে শুধু গান শুনতে দেয় ডাউনলোড করতে দেয় না।
প্রবাস জীবনের অন্যতম এন্টারটেইনমেন্ট সঙ্গী গানই যদি শুনতে না পারি তাহলে নিজেকে ডাঙ্গায় ওঠানো মাছ মনে হয়। মেজাজটাই খারাপ হয়ে গেল। একে একে ক্র্যাক করা শুরু করলাম ওয়েবসাইটগুলো গান ডাউনলোড করার জন্য। প্রথম ক্র্যাক করেছিলাম বাংলা ----- ডট কম। কিছুদিন আগে ------ বিডি, আর আজকে করলাম ----- ডট কম।
আজকের ওয়েবসাইটটা ক্র্যাক করাটা বেশ টাফ ছিল। যাকগে শেষ পর্যন্ত আরাম করে তাহসানের ইচ্ছে, শাফিনের ভাইরাস আর জাতিস্মর শুনছি।
আপনার গান শুনতে কি করেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।