কলপনার মাঝে ভেসে আছি
গতকাল আব্বু 1টা পাক্ষিক পত্রিকা বা ম্যাগাজিন এনেছিল। তো ম্যাগাজিনে 1টা ছবি ছিল। ছবিটির নিচে লেখা গাড়ি ভাড়া দেয়া হবে অবশ্য বিয়ের জন্য। আর ছবিটি ছিল শাড়ি পড়া মেয়ের ছবি। আমার কাছে শাড়িটি এত ভাল লাগছে যা বলার মত নই।
তাই আমি আমার বোনকে বললাম:আন্টির যখন বিয়ের সময় হবে তখোন এমন শাড়ি কিনব। কোন উপলক্ষ ছাড়া তো শাড়ি কিনা যায় না তাও আবার ঐটা ছিল বিয়ের শাড়ি। সাধারনত বউ ভাতে এই শাড়ি পড়া হয়। শাড়িটির কালার ছিল নীল। এরকম শাড়ি পড়া মেয়ের ছবি অনেক খুঁেজও পেলাম না ।
তাই অন্য 1টি ছবি দিলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।