আমাদের কথা খুঁজে নিন

   

অপরিচিতার ছবি বনাম খোলামেলা যৌন আলোচনা

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

আলী ভাই ব্লগে একটা অনিন্দ্য সুন্দরীর বাঙ্গালী ললনার ছবি পোষ্ট করেছেন। জানিনা, তিনি তার আগে কোন অনুমতি নিয়েছেন কি না। সে ব্লগে এখন বেজায় ভীড়। কারো কাছে, নাকটা চ্যাপ্টা মনে হয়েছে, কারো কারো জন্যে মহিলার পায়ের গোছ মোটা, কেউ কেউ খাতা (নাকি কাছা খুলে!) খুলে কবিতা লিখতে শুরু করেছেন। কেউ আবার সুন্দর অসুন্দরের নতুন ব্যাখ্যা তৈরীতে ব্যাস্ত।

রাসেল(........) আজ একটা পোষ্ট দিয়েছেন, সেক্স ও ইরোটিক খোলা ও রগরগে আলোচনা তার। ছোটবেলা প্রাপ্তবয়স্কদের বইতে লুকিয়ে এসব লেখা দেখেছি। অনেকে পড়ছেন লেখাটি, মুল্যবান মতামতও দিচ্ছেন। আমরা তো শ্লীলতা অশ্লীলতা অনেক আলোচনা করেছি এখানে। কোনটা শ্লীল, কোনটা শ্লীলতা এ নিয়ে কোনদিনই একমতে আসা যাবেনা।

এ সংজ্ঞা স্থান কাল পাত্র ভেদে বদলায়। তারপরও প্রশ্ন আমার, কোন লেখাটি আপনার দৃষ্টিকোন থেকে অশ্লীলতার পর্যায়ে পড়ে? কোন লেখাটি আপনার কাছে আপত্তিকর ? আমার মতামত বলে নিচ্ছি। রাসেলের লেখাটি আমার কাছে অশ্লীল মনে হয়নি, যদিও আমি নিজে হলে অন্যভাবে বলতাম। কিন্তু তার মতো স্পষ্টবাদী আর ঠোটকাটা হবার মতো আমি না। তার লেখাটিতে সমাজ বিশ্লেষন, সচেতনতার ডাক আছে, সেটাই আমার কাছে মূল্যবান।

অন্য লেখাটি আমার কাছে শ্লীলতার সীমা ছাড়িয়েছে। আমার মনে হয়না, আলীর আত্মীয় পরিজন বা কাছের কেউ হলে আলী নিজেও তা পছন্দ করতেন। আমরা কি আমাদের অপরিচিতের আড়ালে যা খুশী তাই করতে পারি?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।