আমাদের কথা খুঁজে নিন

   

খোলামেলা তারকার অতিকথন ; ও বাস্তবতা ।

লস অ্যাঞ্জেলেসের চেয়ে ভারতের নারীরা অনেক বেশি সুবিধা বঞ্চিত ও সমালোচিত। ভারতের সমাজ ব্যবস্থাই এর জন্য দায়ী। এমনটাই মনে করেন বলিউড তারকা মল্লিকা শেরাওয়াত। ‘পশ্চাদগামী আর বিষণ্ন’ নারীদের জন্য এমনই পরিবেশ ভারতে। নারীদের জন্য ‘হিপোক্রেট ভারতীয় সমাজ ব্যবস্থা’।

এখানে পুরুষেরা সুবিধাবাদী আর নারীরা অবহেলিত। আর এর বিপরীতে আমেরিকার নারীরা সুবিধা পায় বহুগুণে। উন্নত দেশে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা আছে, আর ভারতে নারীদের নির্যাতন থেকে শুরু করে অনেক রকম অত্যাচার সহ্য করতে হয়। এমনটাই জানালেন মল্লিকা ৬৬ তম কান চলচ্চিত্র উৎসবে এক সাক্ষাতকারে। মল্লিকা যখন আমেরিকায় যান, তিনি বেশ স্বাচ্ছন্দে চলা ফেরা করেন।

একজন স্বাধীন নারীর স্বাধ উপভোগ করেন। আর ভারতে ফিরে তিনিও বিষণ্ন হয়ে পড়েন। এখানে নারীরা অনেকটাই পিছিয়ে। না আছে তাদের পুরোপুরি স্বাধীনতা, না আছে তাদের যথাযোগ্য মর্যাদা। সমালোচনায় হারিয়ে যায় শুরুতেই তাদের ক্যারিয়ার, এমনটাই জানালেন মল্লিকা।

জ্যাকি চানের ‘মিথ’ ছবির প্রচারে কান চলচ্চিত্র উৎসবের এক ভোজে অংশ নেন মল্লিকা। আর এটাই ছিল মল্লিকার প্রথম পরিদর্শন। এই মুহূর্তে তিনি ব্যস্ত আপকামিং ‘ডার্টি পলেটিক্স’ ছবি নিয়ে। এ ছবি প্রসঙ্গে তিনি বলেন, “ছয় মাস হলো ছবিটির কাজ শুরু হয়েছে। এখানে একজন সেবিকার চরিত্রে অভিনয় করেন।

পরবর্তীতে সেবিকা পলেটিক্সে জড়ান। আর খুনের মধ্য দিয়ে জীবনাশান হয় সেবিকার। ” এ ছবি প্রসঙ্গে মল্লিকা বলেন, এ ছবিটিতে ভারতের সমাজ ব্যবস্থার চিত্র তুলে ধরা হয়েছে। আর ভারতের নারীরা যে কতটা সুবিধা বঞ্চিত, তা নিজে ভারতীয় নারী হয়েই অনুধাবন করতে পারছেন, এমনটাই জানান মল্লিকা। ভারতে পুরুষের চেয়ে নারীদের অবস্থান অনেক নিচে আর এ চিত্রই তুলে ধরা হয়েছে ছবিতে।

২০০৩ সালে ‘খোয়াইশ’ ছবির মধ্য দিয়ে বলিউডে পদার্পণ করেন মল্লিকা। বার বার আলোচনায় আসেন তিনি খোলামেলা অভিনয়ের জন্য। কমপক্ষে পনেরটি চুম্বনের দৃশ্যে অভিনয় করে বিতর্কিত হন এ তারকা। সূত্র:টাইমস অব ইন্ডিয়া আমার আক্ষেপ গুলো হলো: এই মহিলা কি একবারও ভারতের নির্যাতিত মহিলাদের দিকে তাকালো না ? যে ভারতে এতো ধর্ষন ও মহিলা নিপীড়ন হয় সেখানে এই মহিলা এমন সাংর্ঘসিক কথা কিভাবে বলে ??? ধন্যবাদ বিস্তারিত : হিপোক্রেট ভারতীয় সমাজ ব্যবস্থা: মল্লিকা  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.