সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com
খুব মজা পাইলাম পিঙ্ক প্যান্থার দেখে। এই সিরিজের আরও দশটা মুভি বাজারে আছে মানে এর আগে বানানো হয়েছে। তারপরও আমি জানতাম না সিরিজটির কথা। যাই হোক, 2006-এর পিঙ্ক প্যান্থার ভাল লাগলো।
জমাট কমেডি। 1963 সালে বানানো পিটার সেলার্সের তৈরি করা পিঙ্ক প্যান্থার মুভি অবলম্বনে এটা তৈরি করেছেন ডিরেক্টর শন লেভি। স্টেডিয়ামে সকার খেলা চলছে ফ্রেঞ্চ ও চীনা দলের মধ্যে। কানায় কানায় পূর্ণ দর্শক গ্যালারি। এর মধ্যেই অনেক ক্যামেরার সামনে ফ্রেঞ্চ টিমের কোচ ইভেস গ্ল্লন্টের হাতের দামী আংটি পিঙ্ক প্যান্থার হারিয়ে গেল।
আর স্টেডিয়ামেই তিনি মৃতু্যর কোলে ঢলে পড়লেন। ওই হিরার আংটির নামই পিঙ্ক প্যান্থার। ফ্রেঞ্চ পুলিশের ধূর্ত পুলিশ প্রধান সিদ্ধান্ত নিলেন এই ঘটনার তদন্ত করে রাষ্ট্রীয় পুরস্কার নিজের পেেকটে পুরবেন তিনি। তদন্তের জন্য দায়িত্ব দেয়া হলো অঘটনঘটনপটিয়স ইনসপেক্টর জ্যাক ক্লুসোকে। এই চরিত্রে অভিনয় করেছেন স্টিভ মার্টিন।
আর পুলিশ প্রধান চরিত্রে কেভিন ক্লাইন। জ্যাক ক্লুসোর সামনে এখন প্রায় 1700 সন্দেহজনক অপরাধী। এই অপরাধীদের খুজে বের করার কাজ তিনি ও তার সহকারী করছেন ম্যানুয়াল পদ্ধতিতে প্রচণ্ড নিষ্ঠার সাথে। আমেরিকা পর্যন্ত তিনি বিওনস নোলেসকে অনুসরণ করে করে গেলেন। সেখানে ঘটলোএক মহা কেলেঙ্কারি।
জ্যাক ক্লুসো পরিণত হলেন জাতির জন্য লজ্জাজনক চরিত্রে। কিন্তু শেষ পর্যন্ত উদ্ধার করতে পারলেন পিঙ্ক প্যান্থার ও হত্যাকারীকে। ঘটনা উদ্ধার হলো তাকে নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে ছাপানো ছবি থেকে। ব্যাস।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।