কে তুমি আমারে ডাক, অলখে লুকায়ে থাক, ফিরে ফিরে চাই দেখিতে না পাই
মা’ এমন একজন মানুষ যিনি শত দুঃখ সহ্য করেও নিজের সন্তানকে মানুষ করেন। কখনো তার সন্তানকে বুঝতে দেয় না সেই কষ্টগুলো। আর সেই মা যখন বৃদ্ধ হয়ে যান তখন আমরাই সেই মা কে বৃদ্ধাশ্রমে রেখে আসি বা তার কোন খেয়ালই রাখি না। তার ঔষধ লাগবে কিনা চিকিৎসা লাগবে কিনা খোঁজ খবর নেয়া হয় না ঠিকমত। শিক্ষিত হয়েও অনেক সন্তানরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয় না।
কারন শিক্ষিত ছেলে মেয়েরাই মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। আজ দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটা খবর পড়ে সত্যি চোখ দুটি জলে ভিজে উঠেছে। ধীরেন্দ্রনাথ মজুমদারের কাছ থেকে সত্যি শেখার আছে আমাদের। অভাব তাকে দমিয়ে রাখেনি। মায়ের চিকিৎসার জন্য তিনি সাধ্যমত চেষ্টা করছেন শত অভাব অনটনের ভেতর।
বৃদ্ধা মা ঊষা রানীকে মাথায় নিয়ে পথচলা যুবকটির নাম ধীরেন্দ্রনাথ মজুমদার। তার বাড়ি মোরেলগঞ্জের চন্ডিপুর গ্রামে। তার মা উষা রানীর বয়স (১১০)।
ঝুড়িতে নিয়ে মাথায় বহন করে ডাক্তারের কাছে নিয়ে আসেন ছেলে ধীরেন্দ্রনাথ মজুমদার। যোগাযোগ বিচ্ছিন্ন চন্ডিপুর থেকে প্রায় ১০ মাইল দুর্গম পথ পাড়ি দিয়ে প্রায়ই ডাক্তারের কাছে অসুস্থ মাকে নিয়ে আসেন ধীরেন্দ্রনাথ মজুমদার।
অর্থনৈতিক সংকটে খেয়ে না খেয়ে সংসার চলে তার। এ অবস্থায় মাকে চিকিত্সা করাতে খুব কষ্ট হচ্ছে বলে জানান তিনি। ধীরেন্দ্রনাথ মজুমদার বলেন, 'সৃষ্টিকর্তার পরইতো মা। তাই মায়রে মাথায় নিয়া হাঁটতে মোর কোন কষ্ট অয় না। টাহার অভাবে মায়রে ডাক্তার দেহাইতে ম্যালা কষ্ট অয়।
হ্যারপরেও মায়রে মাথায় লইয়া হাঁটু সমান কাদা ভাইঙ্গা আইতে কোন কষ্ট ঠেহি না। '
জিয়ানগরের পল্লী চিকিত্সক মিজানুর রহমান জানান, প্রায়ই ধীরেন্দ্রনাথ মজুমদার তার অসুস্থ মাকে মাথায় বহন করে নিয়ে আসেন আমার কাছে। ঊষা রানী মজুমদারের সুচিকিত্সার জন্য অনেক টাকার প্রয়োজন। যা তার ছেলের পক্ষে যোগাড় করা সম্ভব হচ্ছে না।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক
মা ছাড়া আমাদের পৃথিবী অন্ধকার।
আমাদের সমাজে অনেক ছেলে মেয়ে আছেন যারা অনেক স্বচ্ছল থাকা সত্ত্বেও মা-বাবাকে দেখেন না। তাদের প্রতি ঘৃণা আর ধীরেন্দ্রনাথ মজুমদারের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।