সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com
মোহনদাস করমচাদ গান্ধীর জন্ম 2 অক্টোবর 1869 ইনডিয়ার গুজরাটে। ঘাতকের গুলিতে তার মৃতু্য হয় 30 জানুয়ারি 1948-এ। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে মহাত্মা উপাধি দিয়েছিলেন। হিন্দিভাষী সাধারণ মানুষের কাছে তিনি বাপু বা বাপুজি।
1883 সালে 13 বছর বয়সে কস্তুরাবা মাখনজির সঙ্গে তার বিয়ে হয়। এ দম্পতির চার ছেলে যথাক্রমে_ হরিলাল, মনিলাল, রামদাস ও দেবদাস। 22 বছর বয়সে তিনি লন্ডন ইউনিভার্সিটি কলেজ থেকে ব্যারিস্টার হন। 1893 সালে ইনডিয়ার একটি ফার্মের কাজে দৰিণ আফৃকার নাটালে যান তিনি। 1914 সাল পর্যনত্দ সেখানে ছিলেন।
দৰিণ আফৃকাতেই প্রথম তিনি সত্যাগ্রহ, আইন অমান্য ইত্যাদি আইডিয়ার বাসত্দবায়ন ঘটান। দেশে ফেরার পর 1915 সালে আহমেদাবাদে একটি আশ্রম খোলেন। এটি শবরমতি আশ্রম নামে পরিচিত হয়েছিল। 1918 সালে খেদা ও চাম্পারন আন্দোলনের মধ্যদিয়ে তার কর্মসূচি প্রথম ইনডিয়ার মাটিতে সাফল্য লাভ করে। 1918 থেকে পরবর্তী কয়েক বছরে তার সত্যাগ্রহ ও অহিংস আন্দোলন রূপ পেতে থাকে এবং তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনকে আকার দিতে থাকেন এবং এর নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
ছবি : 1918 সালে গান্ধী
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।