আমাদের কথা খুঁজে নিন

   

কামসূত্র শিখতে চাই !

পরিবর্তনের জন্য লেখালেখি

দেখে যাও বৎসে ! এ মহা মিলনে শিখে নাও কিছু জরুরী সূত্র । বাৎসায়নের মত একদিন তুমিও লিখবে - একটি দেশের রুপকথা পূত্র। আহা গোলা ভরা ধান তার নদী ভরা নৌকা আর মানুষ গুলো ভারি পরহেজগার , তসবী ছাড়া নেই উবগার! দেখো দেখো কি মহা জোট হয়ে মিলে যায় সব বেগম আর সাব! কে কারে কেমনে লাগায়, পেঁচিয়ে যায় রে সকল হিসাব! "গুরু, এই কি শেষ নাকি শুরু? এদের কষ্ট হয় না এত লাগাতে, এত্ত পুরু? " হা আবাল , হা নাবাল , এ বড় রঙিন পুঁজিবাদ কনডম , সবাই সবার আদম , আহা , হাওয়ায় ভাসে গন্ধম ! রে মুরিদ, তোর মুরোদ হলো না এই নাটিকা বোঝার? সাধ বলিস পুংশকের আর কর্ম হলো খোঁজার!! তোর হয়নি সময় বোঝার? " কিন্তু , ওস্তাদ !!! এদের না সারা বছর বিবাদ! এরা না চোখের বালি , বাড়া ছাই কারো পাতে এরা না মারে মুখে মুখে , না যদি পারে হাতে ?" "হা আবাল , হা নাবাল , মুরিদ , তোরে শেখানোই মিছে! দিনের আলোয় দেখায় ঝগড়া ব্যবসা, বিয়ে, এক লগে কামায় টাকা ড্যাগরা ড্যাগরা মদ্য পান ও এক মগে! হাতে মারে না, হাত মারে মিলে মিশে সব পিছে! "গুরু, লেখায় টেখায় কাম নাই লেখকদের ও দাম নাই । এবার চলো শিখি যাই, মহা মিলনের সূত্র যাইবো ভেসে উন্নয়নে মা , কন্যা, পূত্র !! " হা আবাল, হা নাবাল ,ওদের ও নাই বেল। আসল যারা নাড়ছে কাঠি, লাগ ভেল্কি ভেল! তাদের কাছে যাইলে হবে তোমার দামাদামি হইতে হবে পূত্র কারো, নইলে মরা স্বামী ! পরম্পরাই দামী! "গুরু , স্বামী কোথায় পাবো , আর আমি তো কানাই! বদলে ফেলে , বলেন যদি , বৃত্ত দুটো বানাই! " হা পূত্র , এই তো বুঝেছো লাইন খুশি করো কাকাকে আর খালায় রাখো ফাইন ! বলবে কথা যেনো তুমি গভীর জলের বাইন ।

মনে রেখ , কাকা-খালা , এদের কথাই আইন । বৃত্ত তোমার লাগবে দুটো বটে দন্ড খানাও রাখিও পকেটে কাকার যেমন লাগবে তোমার সেবা সুন্দরীও চাইবে যখন, দেবা ! এইটা হলো উন্নয়নের ফর্মূলা নাকের আগায় ঝুলছে জোয়ার হতে কখন , কোথায়, কেমনে কি এর ভর গুলা কাম সূত্রে কেল্লা করিস ফতে ! কনডমের এই পুঁজি নাহি ফুরাবে হায় রাজার নীতির চাপে নটে মুড়ায় যায়!!! [ নিজেকে এত কষ্ট দিতে কেন যে আমার বাঁধে না! মাথা ছিড়ে যাচ্ছে ব্যথায় । গায়ে জ্বর ১০২ ডিগ্রী। অথচ কি অবলীলায় সারারাত লিখে গেলাম। কালকে অফিস তাও ঘুম নেই ।

এখন বমি বমি লাগছে । তুমি কি স্বপ্নেও আসবে না? আমি এতই অপাংক্তেয়? কি আর হতো এলে! না হয় একটু ছুঁয়েই দিতাম!!!]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।