কামসূত্র থ্রিডি'র পরিচালকের সঙ্গে নায়িকা শার্লিন চোপড়ার সাপ-নেউলে যুদ্ধটা এবার জমে উঠেছে। গত সপ্তাহেই পরিচালক রুপেশ পলের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন শার্লিন। এবার মামলার জবাবে নায়িকার বিরুদ্ধে পাল্টা মামলা ঠুকে দিয়েছেন রুপেশ।
চোপড়া পুলিশের কাছে গিয়ে পলের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতির অভিযোগ আনেন। শুধু অভিযোগ দিয়েই রাগ কমেনি কামসূত্র থ্রিডিতে উষ্ণতার ডানা মেলা এ অভিনেত্রীর।
টুইটারেও সমালোচনার তীরে 'হোয়াইট ওয়াশ' করেন পলকে। এছাড়া এই পরিচালকের সঙ্গে আর কিছুতেই কাজ করা যায় না বলে জানিয়ে দিয়েছেন তিনি।
এবার পাল্টা মামলা দিয়েই শার্লিনের অভিযোগের জবাব দিলেন রুপেশ। তিনি কেরালায় পুলিশের কাছে গিয়ে ১৫৪ ধারায় প্রতারণা ও চুক্তি অনুযায়ী পরিচালককে সহযোগিতা না করার অভিযোগ আনেন চোপড়ার বিরুদ্ধে।
পল বলেন, শার্লিন যে অভিযোগ করেছে তার কোন ভিত্তি নেই।
কিন্তু শার্লিনের বিরুদ্ধে তার অভিযোগের পক্ষে যথেষ্ট শক্ত প্রমাণ আছে। মূলত প্রতারণা ও অপেশাদার আচরণের কারণে শার্লিনের বিরুদ্ধে যে আইনি নোটিশ পাঠানো হয়েছে সেটা থেকে বাঁচতেই তার নতুন এ ফন্দি। রুপেশ বলেন, চুক্তিমাফিক শার্লিনকে কামসূত্র থ্রিডি'র সকল পেমেন্ট দেওয়া হয়ে গেছে। তার প্রমাণ আছে। এখন চুক্তি ভঙ্গ করায় শার্লিনকে পাঁচ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে হবে।
এই টাকা না দিতেই তার এইসব টালবাহানা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।