ত্রিভুজ ,
আমি দুঃখিত !
খুব নিরস একটি রসিকতার ব্যর্থ চেষ্ঠা করতে গিয়ে নিজের পরিবারের উপর অনেক বড় একটা দূর্ণাম চাপিয়ে দিলাম ।
আমি বোকা মানুষ । আমার রসিকতা গুলোও বোকা । তাইতো চোর কে ডাকি চোরা
হযবরল কে ডাকি হযু
প্রজাপতিকে ডাকি প্রজু
ওরা সানন্দে গ্রহণ করেছিল বলেই হয়তো তোমাকে " তেমাথা " ডেকেছিলাম ।
কিন্তু আমি গায়ে পড়ে ঝগড়া করি কথাটা মানতে কষ্ট হচ্ছে ।
ঝগড়া করতে হলে অনেক সাহস আর যুক্তির ভান্ডার লাগে যার কোনটাই আমার নেই । তোমার নাম নিয়ে পোস্টটা পড়ার পর বানাটা লেখার চেষ্টা করছিলাম । যতবার ত এর নীচে ্র দেই , ততবার " এ " হয়ে যায় । অবশেষে যখন " ত্র" তখন খুব আনন্দ নিয়েই তোমার পোস্টে কমেন্ট করেছিলাম । তখন বুঝিনি এরকম একটি প্রতিউত্তর আমার জন্য অপেক্ষা করছে , যার শাস্তি স্বরুপ তুমি আমাকে ব্যান করেছো ।
তোমার 99 তম পোস্ট " আমার দিনলিপি - 5( নেট ফ্রেন্ড ) " - এ আমি তোমাকে অগ্রিম শুভেচ্ছা দিয়েছিলাম আর Somewhere in blog কে বলেছিলাম Somewhere in GLUE -- যেটা পরবর্তীতে তুমি তোমার 100 তম পোস্টের শিরনাম করেছিলে ।
আমি বুঝিনি যে এটা " ঝগড়া " ছিলো ।
তাই আবারও বলছি , আমার কোন মন্তব্যে যদি তুমি কষ্ট বা বিরক্ত হয়ে থাকো , আমি দুঃখিত !
কিন্তু অনুগ্রহ আমার উত্তরাধিকার সুত্রে পাওয়া পরিবারের উপর থেকে তোমার মন্তব্যটি তুলে নাও । বাকি তোমার ইচ্ছা !!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।