যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে
কোশু,
হীতের (শীতের) মইধ্যে গ্রাম দ্যাশে গ্যালা, ফিরগাও (ফিরে) আইলা। হেইয়া কি কি দ্যাখলা, কি কি খাইলা, কোম্মে (কোথায়) কোম্মে ঘোরলা, হেইয়া এটটু কও হুনি। মোগো কপালে তো গ্রাম দ্যাশে যাওন হইতে আছে না। তোমারডাই কও, হুনি। হুইনগা (শুনে) মনরে বুঝ দেই।
.
খেজুর গাছে কি রস হইছে, আয়? খাইছো?
.
গ্রামের মানুষগুলা কি খাইয়া পইড়া ভালা আছে?
.
পোলাপানডি কি ইস্কুলে যায় মোডেও?
.
কোন লঞ্চে গ্যালা? কোকো নাহি রাজদুত?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।