পরিবর্তনের জন্য লেখালেখি
কে যেন টেনে নেয় কাছে
যেন কেউ অপেক্ষায় আছে
যেন কেউ বলবে ডেকে , "শোনো!"
" এতদিন আসো নাই কেন?"
থথথথথথথথথথথথথথথথ
যখন তোমার চোখ হাসে , কবিতা
যখন তুমি থাকো আমার পাশে , কবিতা
ভারি একটা রাগ রাগ ভাব হলে, কবিতা
বাতাস যখন খেলে তোমার চুলে, কবিতা
আমার দিকে যখন চেয়ে থাকো, কবিতা
যখন ভাবি, "আমি তোমার নাকো"- কষ্ট !
থথথথথথথথথথথথথথথথথথথথথথথথথথথ
এতক্ষণ চেষ্টা করলাম কবিতা লিখতে , ধুর, হলো না ।
[ তোমার কবিতার ছন্দ আমাকে ভুলিয়ে দেয় কষ্ট
তোমার অপার চেয়ে থাকা, মনে করিয়ে দেয় সমুদ্র ]
ধুর , হয় না !
[ এমন করে বললে পরে মন হারাবো স্পষ্ট ]
ছন্দ মেলে না আমার !
[ তুমি নিঃসীম জলরাশি,প্রিয়, আমি সামান্যা , ক্ষুদ্র ]
ছন্দ পেতে দুজন লাগে ।
তুমি আর আমি?
ভোর ৪ঃ১২
৭ই জানুয়ারী ২০০৭
ঢাকা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।