অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি
স্বদেশ স্বদেশ করিস কারে / শঙ্খ ঘোষ
তুমি মাটি? কিংবা তুমি আমারি স্মৃতির ধূপে ধূপে
কেবল ছড়াও মৃদু গন্ধ আর আর কিছু নও?
রেখায় রেখায় লুপ্ত মানচিত্র-খণ্ডে চুপি চুপি-
তোমার সত্তাই শুধু অতীতের উদ্দাম উধাও
বাল্যসহচার। তুমি মাটি নও দেশ নও তুমি।
নদী তুমি? সে তোমারি শৈবালের আচ্ছাদনে ঢাকা
বেদনার ধারা চলে আসমুদ্র হিমাচর ক্ষীণ-
আমার হৃদয় তার দ্বীপে দ্বীপে পুঞ্জ করে তাকে
খালে বিলে ঘাসে ঘাসে লেখা যেই বিদায়ের গান,
বেদনার সঙ্গী, তুমি দেশ নও মাটি নও তুমি।
তুমি দেশ? তুমিই অপাপবিদ্ধ স্বর্গাদপি বড়ো?
জন্মদিন মৃত্যুদিন জীবনের প্রতিদিন বুকে
বরাভয় হাত তোলে দীর্ঘকায় শ্যাম ছায়া-তরু
সেই তুমি? সেই তুমি বিষাদের স্মৃতি নিয়ে সুখী
মানচিত্র রেখা, তুমি দেশ নও মাটি নও তুমি।
রমনার ঘাসে রক্ত / কৃষ্ণ ধর
(২৫ মার্চ রাত্রিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও ছাত্র হত্যা স্মরণে)
রমনার সবুজ ঘাসে চাপ চাপ রক্ত পড়ে আছে
আমাদের সহোদর, ভাইবোন, ওখানে শায়িত
ক্ষুধার্ত নেকড়ের মতো জল্লাদেরা ঘোরে ফেরে পথে
বাংলার ধুসর বুকে কী দুরন্ত জান্তব উল্লাসে?
এত রক্ত পদ্মার স্রোতে!
কাল রাতে এসেছিল কাল বোশেখীর তীব্র ঝড়
বলে গেছে, মৃত নই, আছি আমরা এ মাটির ঘাসে
মৃত্যুহীন প্রতিজ্ঞায়, বাংলাদেশের প্রতি কোণে
জ্বলবে মশাল ফের আমাদেরি সন্ততিদের হাতে
সেদিনের জন্য থেকো অপেক্ষায় তোমাদের ঘরে
দেখবে আমরা আছি বাংলাদেশের বুকে অন্য এক ভোরের শিশিরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।