আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর পুরোটাই বিদেশ!

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

বাঙ্গালী বললেই আঁতকে ওঠো! তুমি কি এখনও মানুষ, না অন্যকিছু বালক! বাতাসেই উড়ে যায় শরীর? নাকি একটি পা' ও বাড়াও নি পথ? পথে নামলে পথিক, গৃহে গৃহবাসী তুমি ঘরেই পথিক হতে চাও? জাতীয়তায় বাংলদেশী হলেও জাতিতে বাঙ্গালী, ধর্মে মুসলিম বা হিন্দু। আর কত ভোতা স্থুল কাটাছেড়া ? বালক! এতটা জড় কেন পা'? কাপছে? দাড়াও, টান টান কর বুক! দেখবে কত শান্তি সরল রেখায়। কোমরটি সোজা হলেই কুয়োর বাইরেই মাথা। তারপর একটু নাড়াচাড়া করো। সহসা আলো - দেখবে, পৃথিবীরই মানুষ তুমি, কুয়োর ব্যাঙ নও আর! দেশী, অদেশী, জাতীয়তা কুয়োতেই রাখ, জেনে রেখ, পৃথিবীর পুরোটাই বিদেশ,ক্ষুদ্র একটি কুয়ো বাদে। বালক, বলো এবার? তোমার কি কুয়োতেই সুখ ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.