বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই আগামী 19 ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। বলিউডে চলতি সময়ে এটাই সবচেয়ে বড় খবর। একটি সহৃত্র জানিয়েছে, বচ্চন পরিবারের জ্যোতিষী অভিষেক ও ঐশ্বর্যের নতুন ছবি 'গুরু'র মুক্তির পর বিয়ে করার পরামর্শ দিয়েছেন। আগামী 11 জানুয়ারি টরেন্টোতে মনি রত্দম্নমের 'গুরু' ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।
জ্যোতিষী নিজের পরামর্শে আরো বলেন, 19 ফেব্রুয়ারিই দু'জনের বিয়ের সবচেয়ে উপযুক্ত সময়।
বলিউডের এ দুই অভিনেতা-অভিনেত্রীর বিয়ের অনুষ্ঠান মুল্ফ্বাইয়ের সানস্নাত্রক্রুজ হায়াতে অনুষ্ঠিত হবে বলে জানা যায়। এতে বলিউডের নামী সব তারকা উপস্টি্থত থাকবেন। অভিষেক ও ঐশ্বর্যের বিয়ের পোশাক ডিজাইন করবেন নিতা লুলা ও আনা সিং।
সমঙ্্রতি এক বল্পব্দুর পার্টিতে অভিষেক ও ঐশ্বর্য দু'জনই শিগগিরই বিয়ে করার কথা জানান।
এরপর থেকে মিডিয়া দু'জনের বিয়ের তারিখ জানার জন্য উঠেপড়ে লাগে। অবশেষে সেই কাগ্ধিক্ষত দিনটির কথা চাউর হয়েছে। অভিষেকের পরিবারকে ত্রিক্রসমাস ও নতুন বছরে সঙ্গ দেবেন ঐশ্বর্য রাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।