আমাদের কথা খুঁজে নিন

   

আনিকা

আমার লেখায় আমি

আনিকা...তিন টা অক্ষরের মধ্যে আমার পুরো পৃথিবী । যখন অন্ধকারে ভয় পাই কিংবা অনেক মন খারাপ হয় আর আশেপাশের মানুষ গুলোকে মনে হয় দানবের মতো তেড়ে আসছে আমার দিকে, আমার ইচ্ছা করে এক দৌউড়ে আনিকার কাছে চলে যাই, বলি আমাকে লুকায় রাখো, ওরা সবাই খালি বকা দেয় । আমার সব আবদার এই মেয়েটার কাছে । সব ছেলেমানুষি, সব আহলাদিপনা ওর সাথেই শুধু । ও একটু জোরে কথা বল্লেই আমি ঠোট উলটাই আবার ও যখন একদৃষ্টিতে তাকায় থাকে তখন কেমন জানি অনেক লজ্জা লজ্জা লাগতে থাকে ।

আমি যখন ফিস ফিস করে এই নামটা উচ্চারন করি.....সেই প্রথমবার এর মতো এখনো... প্রত্যেক বার হার্টএর2/3 টা বিট মনে হয় মিস হয় । এতদিন আনিকা আর আমি এক অফিসে ছিলাম । দেখতে ইচছা করলেই একটা চক্কর দিয়ে আসতাম ঐ রুম থেকে । কিন্তু এখন পুরা অফিসটা কেমন ফাঁকা ফাঁকা লাগে । একদিন এই মেয়েটার সাথে আমার বিয়ে হবে , আমি সারাক্ষন যখন ইচ্ছা তখন ওকে দেখতে পাব..আমরা দুইজন মিলে একটা জীবন যাপন করব... ..ভাবতেই কেমন লাগে....... এই মেয়েটা আমাকে এত ভালবাসে যে মাঝে মাঝে ভয় লাগে আমি ওকে ঠিক মতো ভালবাসতে পারছি তো ? আমি তোমাকে অনেক বেশি ভালবাসি মেঘবালিকা ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।