ব্লগাররা সবাই যার যার অবস্থানে খুব ভালো। আমারতো তাই মত। কিন্তু একসাথে বসে জম্পেশ আড্ডা মারলে কেমন হয়। এ শীত হয়তো সবার জীবনে বার বার আসবে না। অর্থাৎ শীত উদযাপন করলে কেমন হয় একত্রে।
যেমন: একদিন সবাই ট্রেনে বা লঞ্চে কোন এক গাঁয়ে গিয়ে ভোর বেলা উপস্থিত হলাম তারপর চুলোর পাশে বসে গরম গরম শীতের পিঠা, পায়েস খেলাম মজা করে। কেমন হয়। সারাদিন সে এলাকা ঘুরে আড্ডায় সময় কাটিয়ে দিলাম।
আরেকটি কথা, বাংলাদেশের এ সবুজ শ্যামল নিলীমা কয়দিনই বা পাবো বলুন, তাই চলুন না একটু ঘুরে ফিরে দেখি বাংলার রূপ। সাথে শীত উদযাপন, আরো জম্পেশ আড্ডা, আর থাকবে শীতের পিঠা।
একটু বলে রাখি মনে কিছু নিবেন না কেউ, আমি একাই 30-40জনের জন্য পিঠা-পায়েশের ব্যবস্থা করতে পারবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।