কিছুদিন আগে বিবিসি বা সি এন এন এ দেখেছিলাম দক্ষিন কোরিয়ায় ফোরামে/ ব্লগ এর ঝগড়া এমন অবস্থায় চলে যায় যে একে অন্যকে হত্যার হুমকিও দিয়ে থাকে। তাই দক্ষিন কোরিয়ার ব্লগ বা ফোরামে রেজিস্ট্রেশন করার জন্য আসল নাম পরিচয় ব্যবহার করতে বলা হয়েছে কিন্তু তাতেও ফ্রড হবার সম্ভাবনা থাকায় ন্যাশানাল আইডি ব্যবহার করা বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে।
সামহোয়ারিনের যা অবস্থা অচিরেই হয়ত এরকম কোন কঠোর ব্যবস্থা নিতে হতে পারে। তবে আমি মনে করি ব্লগ যেহেতু কোন বিবাদের জায়গা না (এটা ব্লগ এর সজ্ঞা পড়লেই জানতে পারবেন) তাই কোন ব্লগার অভদ্র ভাষা ব্যবহার করলে তার আইপি সহ ১ থেকে ৬ মাস ব্যান করা যেতে পারে এবং করা উচিত কারন এসমস্ত লোকের ব্লগে আসারই কোন কারন নেই। একটা লোক আগে কি ভাল ভাল লিখা লিখল তা কোন ফেক্টর না এখন কি লিখছে এটাই বড় কথা, এবং বর্তমান লিখা পড়ে যদি মনে হয় তিনি শিষ্টাচার অতিক্রম করেছেতো তাকে সাথে সাথে আইপি সহ ব্যান করা উচিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।