আমাদের কথা খুঁজে নিন

   

সবশেষ পারমাণবিক চুল্লি বন্ধ করে দিয়েছে জাপান

জাপান আজ রোববার তার সর্বশেষ পারমাণবিক চুল্লিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে।
বিবিসি বলছে, সোমবার ভোররাতে পশ্চিম জাপানের ওহি এলাকায় অবস্থিত ‘চুল্লি নম্বর ৪’ থেকে বিদ্যুত্ উত্পাদন বন্ধ হয়ে যাবে। বিশ্লেষকেরা বলছেন, ১৯৬০-এর দশক থেকে জাপানে পারমাণবিক শক্তি থেকে বিদ্যুত্ উত্পাদন শুরু হয়। তবে এবার যে সমস্যা হয়েছে, তাতে চুল্লিটি অন্তত আসছে ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখতে হবে।
২০১১ সালে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রে ভয়াবহ ফাটল ও তেজস্ক্রিয় পদার্থ নিঃসরণের পর দেশজুড়ে পারমাণবিক চুল্লির বিরুদ্ধে জনমত তীব্র হয়ে ওঠে। এর আগে কয়েক দশক ধরে দেশটির পরিবেশবাদী ও বামপন্থীরা পারমাণবিক চুল্লিকে জনস্বার্থবিরোধী উল্লেখ করে সেগুলো বন্ধ করে দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছিলেন।
২০১১ সালের সুনামিতে দেশের পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রগুলো বেশ ক্ষয়ক্ষতির শিকার হয়। এর আগে দেশের মোট বিদ্যুতের ৩০ শতাংশ এসব কেন্দ্র থেকে সরবরাহ করা হতো।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।