আমাদের কথা খুঁজে নিন

   

দুটি রেলপথে ট্রেন চলাচল বন্ধ

কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
কুমিল্লা রেলস্টেশনের স্টেশনমাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার জানান, জালালাবাদ ট্রেনটি যাত্রী ও মাল নিয়ে সিলেট থেকে চট্টগ্রাম যাচ্ছিল। দুপুর পৌনে ১২টার দিকে কুমিল্লার গোবিন্দপুর এলাকায় পৌঁছার পর ট্রেনটির পেছনের মালবাহী একটি বগি লাইনচ্যুত হয়। এ কারণে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাকসাম জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে যাচ্ছে।
স্টেশনমাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার জানান, দুর্ঘটনার কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনটি কুমিল্লা রেলস্টেশনে এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি লালমাই রেলস্টেশনে আটকা পড়েছে।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।