সংকট কাটাতে রাষ্ট্রপতি নতুন উদ্যোগ নিচ্ছেন
। । মাঈনুল আলম 0 সাগর সরওয়ার । ।
গ্রহণযোগ্য, সুষ্ঠু ও সকল দলের অংশগ্রহণে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লৰ্যে বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসন করতে নতুন উদ্যোগ নেবেন রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডঃ ইয়াজউদ্দিন আহম্মেদ।
ইতিপূর্বেকার প্যাকেজ প্রসত্দাব অবশিষ্ট অংশ বাসত্দবায়নের ব্যবস্থা করা হবে। সেনাবাহিনী অভিযানে নামবে না, বিশ্রামে থাকবে। ইতিপূর্বে সংকট নিরসনে বেশ কয়েকবার উদ্যোগ গ্রহণকারী চার উপদেষ্টার পদত্যাগের ফলে ছন্দপতন ঘটলেও রাষ্ট্রপতি নতুন উদ্যোগ নেবেন। গতকাল বুধবার রাতে নবনিযুক্ত চার উপদেষ্টাসহ সকল উপদেষ্টাকে নিয়ে জরম্নরী বৈঠকে বিসত্দারিত আলোচনা হয়। দুপুরে মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিসকে রাষ্ট্রপতি নতুন উদ্যোগ গ্রহণের কথা জানান।
নির্বাচন কমিশনকে পুনর্গঠন প্রশ্নে রাষ্ট্রপতি নিজে অন্যতম নির্বাচন কমিশনার পুলিশের সাবেক আইজি মোদাবি্বর হোসেন চৌধুরীকে ছুটিতে পাঠিয়ে নিষ্ক্রিয় থাকার ব্যবস্থা নেবেন। তবে অপর বিতর্কিত নির্বাচন কমিশনার সম জাকারিয়ার ব্যাপারে সিদ্ধানত্দ নিতে হলে চারদল ও 14 দলীয় জোটের ঐকমত্যে পেঁৗছতে হবে। বিতর্কিত নির্বাচন কমিশনার মোদাবি্বর হোসেন চৌধুরী গতকাল বিকেলে বঙ্গভবনে যান এবং অর্ধ ঘন্টারও বেশী সময় কাটান। এ ব্যাপারে বিসত্দারিত কিছু জানা যায়নি।
উপদেষ্টা পরিষদের বৈঠক
উপদেষ্টা পরিষদের বৈঠকে পুলিশ ও আনসারকে দিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়।
সেনাবাহিনী নিষ্ক্রিয় থাকবে, কোন অভিযানে যাবে না। রাজনৈতিক সংকট নিরসনে উপদেষ্টারা নতুন উদ্যোগ নেবেন। বৈঠক শেষে নতুন উপদেষ্টা শফিকুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, রাজনৈতিক সংকট নিরসনের জন্য চেষ্টা চলছে। প্যাকেজ প্রসত্দাবের 5 শতাংশ রয়ে গেছে। এখন তা বাসত্দবায়ন করা হবে।
দুই-তিন দিনের মধ্যে জনগণকে সুখবর দিতে পারবো বলে আশা রাখি। পুরানো উদ্যোগই নতুন করে নেয়া হবে। এক প্রশ্নের জবাবে শফিকুল হক চৌধুরী বলেন, নতুন উদ্যোগ সফল না হলে সব শেষ হয়ে যাবে। তিনি আরো বলেন, বৈঠকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিসত্দারিত আলোচনা হয়। পুলিশ ও আনসার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ব্যবস্থা নেবে।
'সেনাবাহিনী কি ভূমিকা নেবে?' এ প্রশ্নের জবাবে নতুন মুখপাত্র উপদেষ্টা শফিক বলেন, সেনাবাহিনী বসে থাকবে। তারা স্ট্যান্ডবাই থাকবে। তারা কোন অভিযানে নামবে না। সেনাবাহিনী ক্যাম্পে বিশ্রামে গেছে।
উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন পুরানো সব উপদেষ্টাই যোগ দেন বলে জানা যায়।
তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম বৈঠক শেষে বঙ্গভবন ত্যাগের সময় গেটে সাংবাদিকদের জানান, আমি অসুস্থ। এখন থেকে নতুন উপদেষ্টা শফিকুল হক চৌধুরী নিয়মিত সাংবাদিকদের ব্রিফিং দেবেন।
বঙ্গভবনে মার্কিন রাষ্ট্রদূত
মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস গতকাল দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে অর্ধঘন্টার কিছু বেশী সময় আলাপ করেন। গতকাল দুপুরে সাৰাতে মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস বেসামরিক প্রশাসনের সহায়তায় সেনাবাহিনী মোতায়েন এবং চার উপদেষ্টার পদত্যাগসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। নির্বাচন নিয়ে বিরোধ ও রাজনৈতিক সংকট যেখানে আটকে আছে আবার সেখান থেকে শুরম্ন করবেন বলে রাষ্ট্রপতি জানান।
14 দলের অনেক দাবি মানা হয়েছে। ছোট-খাট বিষয় আটকে আছে। রাষ্ট্রদূত বঙ্গভবনের গেটে সাংবাদিকদের জানান, চার উপদেষ্টার পদত্যাগ খুবই দুর্ভাগ্যজনক। কারণ তারা সম্মানিত ব্যক্তি ও দেশপ্রেমিক ছিলেন। তারপরও সংকট নিরসনে সংলাপের আয়োজনসহ নতুন উদ্যোগ নিতে হবে।
সেনা মোতায়েন প্রশ্নে রাষ্ট্রদূত বলেন, সশস্ত্র বাহিনী যাতে কোন দলের প্রতি না ঝুঁকে নিরপেৰভাবে দায়িত্ব পালন করে তা নিশ্চিত করা প্রয়োজন। সিভিল প্রশাসনকে সহায়তার জন্য মোতায়েন করা সশস্ত্র বাহিনী দল নিরপেৰ ভূমিকা নিচ্ছে কিনা তা যুক্তরাষ্ট্র সরকার পর্যবেৰণ করবে।
মার্কিন রাষ্ট্রদূত তত্ত্বাবধায়ক সরকারের নেয়া সকল পদৰেপে সনত্দোষ প্রকাশ করে বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তার দেশের সমর্থন অব্যাহত থাকবে।
রাষ্ট্রপতির সাথে প্যাট্রেসিয়া এ বিউটেনিসের সাৰাৎ শেষে রাষ্ট্রপতির উপদেষ্টা এম মোখলেসুর রহমান সাংবাদিকদের ব্রিফিং-এ জানান, রাষ্ট্রপতি ও মার্কিন রাষ্ট্রদূত একমত হয়েছেন যে, রাজনৈতিক দলগুলো নির্বাচন সংক্রানত্দ ইসু্যতে বিভিন্ন বিষয়ে মতানৈক্য ও সংকটের সমাধানে অনেক কাছাকাছি চলে এসেছে। ছোট-খাট বিষয় এখন বাকি রয়েছে।
তারা উভয়ে আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলো নিজেদের প্রজ্ঞা, মেধা, দূরদর্শিতা ও দেশাত্মবোধের মনোভাব নিয়ে এসব ছোট-খাট সমস্যা সমাধানে এগিয়ে আসবেন। তারা উভয়ে বলেন, দু'পৰ অতীতের মতো নিজেদের মধ্যে সংলাপের মাধ্যমে এসব সমস্যা সমাধান করতে সৰম হবে।
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে রাষ্ট্রপতির পদত্যাগ করতে কয়েকটি রাজনৈতিক দলের দাবির কথা উলেস্নখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, 'আমি তাদের বলেছি এ দাবি অবাসত্দব। ' তিনি ইতিমধ্যে চারদলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়া ও 14 দলীয় জোটনেত্রী শেখ হাসিনার সাথে তার সাৰাতের বিষয়ও রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে জানান।
রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার গঠনের পর থেকে এ পর্যনত্দ যে পদৰেপ নেয়া হয়েছে তা তাকে জানান।
তিনি বলেন, নির্বাচনের সময় শানত্দিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অতীতের মতই সিভিল প্রশাসনকে সহায়তা করতে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। রাষ্ট্রপতি মার্কিন রাষ্ট্রদূতকে জানান, অতীতের মতই নির্বাচনের সময় সশস্ত্র বাহিনী নিরপেৰভাবে দায়িত্ব পালন করবে।
রাষ্ট্রপতি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারের নেয়া বিভিন্ন পদৰেপের ফলে ইতিমধ্যে নির্বাচন অনুষ্ঠানে শানত্দিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে। ছোট-খাট যেসব সমস্যা রয়েছে যেমন নির্বাচন কমিশন পুনর্গঠনে সবাই একমত হলে নির্বাচন কমিশনার মোদাব্বের হোসেন চৌধুরীকে ছুটিতে যাবার অনুরোধ করবেন বলে রাষ্ট্রপতি জানান। তিনি স ম জাকারিয়ার ব্যাপারে বলেন, দু'পৰ একমত হলে তিনি ছুটিতে যেতে রাজি হবেন বলে আমি মনে করি।
সাৰাতের সময় রাষ্ট্রপতির উপদেষ্টা এম মোখলেসুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।
দৈনিক ইত্তেফাক - 14/12/06
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।