অতীতকে নিয়ে নস্টালজিক হতে ভালোবাসি, ভবিষ্যতের স্বপ্ন দেখতেও।
অস্ট্রেলিয়ায় আসার পর পরই লেখা - 2002 সালে (প্রায় এগার বছর বয়স)। কোন এক বিকেলে নানুকে খুব মনে হচ্ছিলো। লিখে ফেললাম এই জিনিষটা।
দুর বিদেশে এসেছি চলে
তবু মনে হয়,
মনের মাঝে আমার নানু
গল্প-কথা কয়।
সকল কিছু ছেড়ে দিয়ে
নানুর কথা শুনি,
মনের পটে আমার নানুর
মিষ্টি ছবি বুনি।
সেই ছবিতে আমার নানু
আদর করে আমায়,
সোহাগ করে সুতো দিয়ে
ফুল তুলে দেয় জামায়।
মামনি ডাক দিলে আবার
নানু চলে যায়,
ফিরে আসি আবার আমি
পুরোনো অস্ট্রেলিয়ায়।
ফিসফিসিয়ে বলি আমি
নানু তুমি কোথায়?
কোথায় গেলো প্রিয় নানু
পাই না খুঁজে এথায়।
চোখটি খুলে দেখি আমি,
মুখটি আমার মা'র,
সব কিছুকে স্বপ্ন ভেবে
হয়ে উঠি ভার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।