অতীতকে নিয়ে নস্টালজিক হতে ভালোবাসি, ভবিষ্যতের স্বপ্ন দেখতেও।
কবিতাটা বাংলাদেশ থেকে চলে আসার সময় আমার বন্ধুদের উদ্দেশ্যে লিখেছিলাম। মনে আছে, রাতের পড়া বাদ দিয়ে এ কাজ হচ্ছিলো। ক্লাস ফোরে - বয়স ছিলো 10।
হতে পারে সত্যি যে
যাচ্ছি আমি চলে,
যাচ্ছি আমি সব কিছুকে
পেছনে রেখে ফেলে।
যাচ্ছি আমি সে দেশ ছেড়ে,
যে দেশে পাখি নীড়ে ফেরে,
বিকেল শেষে সন্ধ্যা হলে,
যাচ্ছি আমি সে দেশ ফেলে।
তাদের ফেলে যাচ্ছি চলে,
যাদের সাথে কেটেছে খেলে,
চারটি বছর ভীষন আনন্দে,
কথা আর নানা কিসব ছন্দে।
কত সুন্দর সে সব স্মৃতি,
কত আনন্দ, কত প্রিতী,
সব কিছু ছেড়ে ছুড়ে
যাচ্ছি আমি অনেক দুরে।
আকাশ পথে উড়ে উড়ে,
যাচ্ছি আমি সাগর ঘুরে।
শুধু বলে যাচ্ছি একটি কথা
মনে রাখিস তোরা,
তারাইতো আসল মানুষ
সবাইকে বাসবে ভালো যারা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।