যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে
লিস্ট করুন আপনার সম্পর্কে পাঁচটা বিষয় যেটা অন্যরা (আপাতত সহ ব্লগাররা) জানে না। এটা একটা ব্লগীয় খেলা যেটা কয়েকজন ব্লগারের পোস্টের হাত ধরে এখন ব্লগ স্ফিয়ারে চলছে। আপনি আপনার সম্পর্কে 5টা তথ্য লিখে ফেলুন দেখি। মন্তব্যে অথবা নিজের পোস্টে। যা খুশি।
আমার নিজের সম্পর্কে 5 টা বিষয় এরকম হতে পারে:
1. আমি অন্যদিন হাউজের (অন্যপ্রকাশ) কম্পিউটার টুমরোর টেকনিক্যাল এডিটর হিসেবে কাজ করেছি বুয়েটে পড়ার সময়ে। তারপরে টেকনোলজি টুডেতে এক্সিকিউটিভ এডিটর ছিলাম বেশ কিছ ুদিন। প্রযুক্তি নিয়ে লিখেছি প্রায় অনেকগুলো প্রধান দৈনিকে যার ভিতরে ইত্তেফাকের তথ্যপ্রযুক্তি পাতা, প্রথম আলোর শুক্রবারের কম্পিউটার পাতা, সাপ্তাহিক 2000 উল্লেখযোগ্য। ফ্রিল্যানস লেখালেখি খুব উপভোগ করেছিলাম সেই সময়টাতে। এখন প্রযুক্তি নিয়ে লেখা থেকে একেবারেই ছুটি।
2. আমি খুব ঝাল খাওয়া পছন্দ করি। এবং টকও। টক মেয়েদের খাবার, এমন একটা প্রচলিত ধারনার 180 ডিগ্রী বিপরীত আমি পাল্লা দিয়ে টক খেতে পারি।
3. অনেক লেখার ধৈর্য্য থাকলেও আদতে আমি বেশ চুপচাপ। তবে মনপছন্দ বিষয় হলে কথা শুনতে কোন আপত্তি নেই।
শোনার ধৈর্য্য খুব খারাপ না।
4. জীবনেও কখনো রোলার কোস্টার জাতীয় জিনিসে চড়ি নাই। চড়বোও না। তীব্র গতি খুব সুবিধার লাগে না। তবে উচ্চতা ভীতি তেমন নেই।
কেবলকার বেশ উপভোগই করি।
5. ভ্রমন করতে ক্লান্তি লাগে না। তবে তার বাইরে আমি মোটামুটি ধরনের অলস। বাসায় বসে থাকায় নো আপত্তি।
ক্রেডিট: [লিংক=যঃঃঢ়://িি.িঁহষরসরঃবফপযড়রপব.ড়ৎম/নষড়ম/ধৎপযরাবং/229]অমিতের ব্লগ [/লিংক]যেটা আবার [লিংক=যঃঃঢ়://ংবৎবহরঃুঃরফব.নষড়মংঢ়ড়ঃ.পড়স/2006/12/5-ঃযরহমং.যঃসষ]সেরেনিটি'স টাইড [/লিংক]থেকে অনুপ্রাণিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।