বুদ্ধিমানের নরকের থেকে বরং বোকার স্বর্গে বাস অনেক বেশী ভাল। কিন্তুসেই কত কাল ধরে স্বর্গের দরজায় দাঁড়িয়ে আছি। আজও খুললনা।
রাইতে দেখা হয়না। সকালে দেখলাম।
ছুটিতে আছি তো। বাসায় আয়েশ করে দেখলাম তৃতীয় মাত্রার আলোচনা।
....জিল্লুর মিয়ার ডানপাশে ছিল আইনের শিক্ষক (ঢাকা ভার্সিটি) ড. নজরুল ...আর বাম পাশে ছিল প্রবীণ সাংবাদিক ও লেখক অতি পরিচিত ফয়েজ আহমেদ ।
মোটামুটি দলগত প্রথাগত আলোচনার বাইরে আজ আলোচনা করলেও দলের গন্ধ বের হয়েছেই বরাবরের মত। সে বাংগালীর রক্তের দোষ।
যা বলতে চাই , যার জন্যে এই ছোট লেখা এই সকালে ......এই প্রথম বারেরমতো আমি দেখলাম মিডিয়াতে সরাসরি কোন বিশিষ্ট ব্যাক্তিকে ড. ইউনুসের সমালোচনা করতে। এই প্রথম। বলছিলেন লেখক ফয়েজ আহমেদ। বলছিলেন ইউনুস সাহেবের 28 থেকে 41 % সুদের হারের কথা , বলছিলেন তার স্পেশাল লাঠিয়াল বাহিনীর কথা সুদ আয়ায়ের নিমিত্তে।
দেখেছেন কি ...?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।