কেবল সমুদ্র পারে শুষে নিতে সব, যা কিছু বিপ্রতীপ, ভেসে আসে নিদারুণ কষ্টের নীলজলে..
দুঃখিত সারিয়া। অনেক দেরীতে জেনেছি আপনার জন্মদিনের কথা। আগে জানা থাকলে- নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করতাম। যাই হোক-দেরীতে হলেও শুভেচ্ছা জানাচ্ছি- আপনার আগামী দিনগুলো-আরো সুন্দর হোক-আরো নির্ভাবনার হোক । হোক সাফল্য আর সম্ভাবনার সোনালী স্বপ্ন দিয়ে মোড়া।
...
আর হঁ্যা, সবাইকেই দেরীতে জন্মদিনের শুভেচ্ছা জানানোটা আমার এ বছরের একটা রেওয়াজে-ই যেন পরিণত হয়ে গেল। কালপুরুষদাকে, রাগ-ইমনকে কবিতার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলাম- তাদের জন্মদিনের সাতদিন পরে ...। আর আপনাকে....একদিন পর শুভেচ্ছা জানাচ্ছি একটি ভিন্নধমর্ী এনিমেশনের মাধ্যমে। ...
আমার দৃঢ় বিশ্বাস, এনিমেশনটি আপনার ভাল লাগবে।
( পুনশ্চঃ লেখাটি একেবারেই সাদামাটা ভাবে লিখলাম।
হয়তো আমাদের অন্তরের অন্তঃস্থলের আন্তরিকতাপূর্ণ কথাগুলো এরকম সাদামাটা-ই হয় ! )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।