আমাদের কথা খুঁজে নিন

   

আমার পুরুষবোধ (পর্ব-2) : জীবনে নারীর প্রথম মৌ মৌ গন্ধ

একটি পুরুষ হয়ে ওঠার বৃত্তান্ত

স্কুলে যাবার আগেই নগি্নকা কল্পনার অভিজ্ঞতা ঘটে গেলেও (পর্ব :1) স্কুলে যাবার প্রথম বছরেও মেয়েদের সম্পর্কে তেমন কোন বোধ তৈরী হয় নি। ক্লাশ টুতে নারীর উত্তাপ ছড়িয়ে প্রথম এলো কবিতা আপা। কি এক ট্রেনিং এ কবিতা আপা ঢাকায় এসে উঠেছিলেন আমাদের বাড়িতে। গোলাপী জর্জেটে কবিতা আপার চেহারা এখনও আমার চোখে ভাসে। তিনমাস এ কবিতা আপা নিশ্চয় গোলাপী শাড়িটা ছাড়াও অন্য কিছু পড়েছিলেন কিন্তু সেসব কিছুই আমার মনে নেই। আমার চোখে ভাসে কেবল গোলাপী পাতলা জর্জেটে কবিতা আপার ভেতরের সব কিছুই ফুটে উঠতো। কবিতা আপার শাড়ি ফুড়ে বেরিয়ে আসা ব্লাউজের তলায় সুডোল বুক দুটো এখনও আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। অনেকপরে একবার পাউরুটির কারখানায় মৌ মৌ গন্ধে কেন জানি কবিতা আপার কথা মনে পড়েছিল। কবিতা আপা সেই যে ট্রেনিং শেষে ফিরে গেলেন আর কখনো দেখা হয় নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।