আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে রাইসুর লগে চান্দে যাইতেছি!

timursblog@yahoo.com

ব্লগের দরিয়ার দুঃসাহসী সিন্দাবাদ, সময়ের মননশীল কান্ডারী, শিল্পতরীর মাস্তুলের প্রধান পাঞ্জেরি, জামানার রুস্তম, ব্রাত্য রাইসুর আর্টের জাহাজ যেইভাবে ভবের সপ্তসাগর পাড়ি দিতেছে তাহা অতীব চমকপ্রদ । বিগত শাব্বাথ দিবসে রাইসুর শাগরেদ-দোস্তরা বিনা জাহাজে চন্দ্র গমনের যে মেটাফিজিক্যাল মকশো করেন বাঁচিয়া থাকিলে তাহা জুল ভার্নকে, গুল খাওয়াইয়া দিতো । মাধ্যাকর্ষণ এড়াইয়া, পৃথিবীর মায়া কাটাইবার জন্য তাঁহারা একেকজন নানান অভিনব ফিকির করেন । দড়ি-দড়া, মই, কিছুই বাদ যায় নাই তাঁহাদের এই পটে আঁকা জিয়াফতে । (যদি প্রেমের নৌকা পাহাড় ডিঙ্গাইয়া যাইতে পারে, তাহা হইলে আর্টের জাহাজের চন্দ্রে যাইতে বাধা কোথায় ? তাহা দেখিয়া ও জাহাজের খবরে ব্লগের অনেক নিরেট আদার বেপারিরাও 'চন্দ্রাহত' হইয়া লুনাটিক অ্যাসাইলামে আশ্রয় লইলে খুব আশ্চর্য বোধ করার কিছু থাকিবে না ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.