আমাদের কথা খুঁজে নিন

   

দেয়ালে হেলান দেয়া সন্ধ্যায়

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই
দেয়ালে হেলান দেয়া সন্ধ্যায় সন্ধ্যায় অভিজাত বাড়ির দেয়ালে হেলান দিয়ে পলেস্তার ছুঁয়ে আছে দেহ ফার্ণের ডাল উড়ে যাচ্ছে কুঁড়িহরিৎ প্রশাখা বুঁজিয়ে পালক ঝরা স্টেশনে যেখানে জ্যোৎস্নার মত স্ট্রিটল্যাম্প দুগ্ধ সাদা ইস্তিরির জামায় আলু থালু হয়ে যাচ্ছে। সন্ধ্যায় সবাই সজাগ আকাশের মুক্তিতে সন্ধ্যায় সমুদ্রের গেটে দারোয়ান, সন্ধ্যায় প্রতিবেশীর বাড়ি থেকে আসা ডাল ভাজার ঘ্রাণ আলগোছে নেমে গেছে আড়াই তলার বারান্দা গলিয়ে.. পুরনো ধোঁয়াগুলো এক সাথে জমিয়ে খসখসে কাগজের চোঙায় নিকোটিন ভরে ধূমপায়ী মরা আগুন গিলে ম্লান চোখে চেয়ে রয় একটানা - ড্রাফট ১.০ নেটে পাওয়া ছবিটার নাম হিরোশিমার ছায়া
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।