পচা কথা বলি। আবালেরা অফ যাও।
দ্যাশে কী যে অসময়
ছিলো সবই রসময়
এখন সবই কষময়
তবু বলি, শুনে যাও
ওরে বাচ্চালোগ, তালিয়া বাজাও।
ব্লগে ছিলো ফূর্তি কত
নানা জনের নানা মত
এখন খালি কাইজ্যা যত
তবু বলি, শুনে যাও
ওরে বাচ্চালোগ, তালিয়া বাজাও।
শোমচৌদা কান্দে হায়
প্রেস্টিজ কাউয়ার কাছে যায়
আলীও তারে পিছে ফালায়
তবু বলি, শুনে যাও
ওরে বাচ্চালোগ, তালিয়া বাজাও।
ছাগু জ্বালায় লাখের বাতি
আমরা সেই খুশিতে মাতি
ছাগুর গর্বে দশ হাত ছাতি
তবু বলি, শুনে যাও
ওরে বাচ্চালোগ, তালিয়া বাজাও।
কে যে হিট, কে যে কুল
হিট কাউন্টারেও ভুল
হাসিন গুণে তার মাশুল
তবু বলি, শুনে যাও
ওরে বাচ্চালোগ, তালিয়া বাজাও।
আস্ত আস্ত ভাঙ্গা ভাঙ্গা
সাদামাটা পোস্টে পাঙ্গা
ব্লগ তবু হয় না চাঙ্গা
তবু বলি, শুনে যাও
ওরে বাচ্চালোগ, তালিয়া বাজাও।
তাই বলি ব্লগার সবে
একটু শুধরে নিতে হবে
ব্লগ চাঙ্গা হবে তবে
আর বলি, শুনে যাও
ওরে বাচ্চালোগ, মুখফোড়ের কথায়, তালিয়া বাজাওওওওওওও!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।