মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুস সুবহানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। গতকাল প্রসিকিউটর জেয়াদ আল মালুম, প্রসিকিউটর সুলতান মাহমুদ ও প্রসিকিউটর নূরজাহান মুক্তা ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে ৮৬ পৃষ্ঠার এ অভিযোগ দাখিল করেন। সোবহানের বিরুদ্ধে গণহত্যা ও হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের নয়টি অভিযোগ আনা হয়েছে। এর আগে সকালে জামায়াতের এই কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। সোবহানের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে, পাবনার ঈশ্বরদী পৌরসভার কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈশ্বরদী রেলওয়ের কয়লার ডিপোতে নিয়ে অপহরণ, নির্যাতন ও হত্যা।
ঈশ্বরদী থানার অরণখোলা গ্রামে লুট, অগি্নসংযোগ, অপহরণ, অবৈধ আটক ও নির্যাতন। ঈশ্বরদীর সাহাপুর গ্রামে গণহত্যা, হত্যা, লুট ও অগি্নসংযোগ। কলিমউদ্দিন খাঁসহ দুজনকে অপহরণ, নির্যাতন ও হত্যা। বেতবাড়িয়া ও রঘুনাথপুর গ্রামের শফিউদ্দিন প্রমাণিক, ভাদু, বয়না ও ওসমানকে অপহরণ, আটক, নির্যাতন, হত্যা, লুট ও অগি্নসংযোগ।
২০১২ সালের ২০ সেপ্টেম্বর গ্রেফতারের পর আবদুস সুবহানকে একই বছরের ৩০ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলার আটক দেখানো হয়।
তিনি জামায়াতের পাবনা শাখার প্রতিষ্ঠাতা আমির ছিলেন। মুক্তিযুদ্ধকালে পাবনায় শান্তি কমিটি গঠিত হলে তিনি ওই কমিটির সাধারণ সম্পাদক হন। তদন্ত সংস্থার সূত্র জানায়, সোবহানের নেতৃত্বে পাবনার বিভিন্ন থানায় শান্তি কমিটি, রাজাকার, আলবদর, আলশামস ও মুজাহিদ বাহিনী গঠিত হয়। ২৫ মার্চ 'অপারেশন সার্চলাইট' শুরু হলে পাকিস্তানি সেনাদের নিয়ে পাবনায় হত্যা, গণহত্যা, অগি্নসংযোগ ও লুটপাট শুরু করেন সোবহান। মুক্তিযুদ্ধের সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা ও হিন্দু সম্প্রদায়ের লোকদের নামের তালিকা করে পাকিস্তানি সেনাদের কাছে তিনি সরবরাহ করতেন।
আলীমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু : মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপির সাবেক মন্ত্রী আবদুল আলীমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। গতকাল বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আসামি পক্ষের আইনজীবী আহসানুল হক যুক্তিতর্ক উপস্থাপন করেন। এ মামলার কার্যক্রম আজ পর্যন্ত মুলতবি করা হয়েছে। এর আগে ১১ সেপ্টেম্বর প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।
নিজামীর পক্ষে জেরা : মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে প্রসিকিউশনের ২২তম সাক্ষী শাহজাহান আলীকে আসামি পক্ষের জেরা শেষ হয়েছে।
ট্রাইব্যুনাল-১ এ অসম্পন্ন জেরা শেষ করেন অ্যাডভোকেট মিজানুল ইসলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।