আমাদের কথা খুঁজে নিন

   

ঘুরেফিরে আসি বারেবারে, একই বৃত্তে ঘেরা সরোবরে

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

অনেক অনেকদিন পর ঢুকলাম ব্লগে ... সবাই কেমন আছেন? ... কতদিন লিখিনা!! ... দুমাসেরও বেশী ... অনেক কারণ ছিল ... সংক্ষেপে বললে, দেশে যাওয়া, এখানে (টোকিও) এসে নতুন চাকরীতে জয়েন করা, নতুন জায়গায় সেট-আপ, ও.জে.টি, অফিসে পারসোনাল কাজে নেট ব্যাবহার করতে না পারা, দেশে গিয়ে অধিকাংশ সময় ঢাকার বাইরে গ্রামে গ্রামে ঘোরা ... আরো অনেক ... অনেক কিছু মিস করেছি ... অনেক ক্ষমাও চাইতে হবে ... শুভ'র কাছে বিশেষ করে ... জাপানী ভাষায় আমাদের জাতীয় সংগীতের অনুবাদটা দেখে দিতে বলেছিলেন ... হায়রে জি্বনের বাদশা!!! শুভ, আপনার সেই দুমাস আগের লেখা আমি মাত্র সেদিন পড়লাম ... কি যে বিব্রত হলাম!! (অবশ্যই হাসান সাহেবের স্টাইলের বিব্রত না ... ... ) শুভর সাথে বেনসন লাইটের আড্ডাটাও হয়নি ... ক্ষমা চাচ্ছি কৌশিকের কাছে ... দেশে গিয়ে আড্ডা দেয়ার কথা ছিল ... প্রাপ্তি ফাউন্ডেশান নিয়েও কাজ-টাজ শুরু করব ভেবেছিলাম ... কত প্ল্যান ছিল !!! ... কিছুই হয়নি ... কিছুই না ... আসলে সবচেয়ে বেশী ক্ষমা চাচ্ছি নিজের কাছে ... অনেক বেশী বঞ্চিত করেছি নিজেকে ... অনেক। ব্লগে ঢুকলাম সেদিন ... সপ্তাখানেক ... এতদিন শুধু প্রিয় লেখকদের লেখাগুলোই পড়লাম ... শুভ'র লেখা, সাদিকের লেখা, হযু 'র লেখা, পিয়াল ভাই, কৌশিক, রাগ ইমন, দূরের কণ্ঠস্বর, হিমু, গ্রে টওয়াইলাইট , সুমন চৌ, শো হেইল ভাই, সাকিব, শাওন, ফজলে এলাহী, মূর্শেদ (আমেরিকায় পড়াশোনার ব্যাপারে চমৎকার সিরিজ), মোর্শেদ, আস্তমেয়ে, ঝরাপাতা, কনফু, প্রজাপতি, রাসেল (........), অনিক, চোর, ত্রিভূজ, অরূপ, মাশীদ, ধানসিড়ি, স্বরহীন, দীপু, রেজওয়ান, জলিল ভাই, পথিক, শাহানা, আরও অনেকের ...সবাই কতকিছু লিখেছেন!!! ... পড়তে পড়তে শুধু মনে হয়েছে অনেক কাছের কোন এক আড্ডাখানায় চলে এসেছি ... মনে হয়না? ... যেমন অনেকদিন পর ক্যাম্পাসের পরিচিত আড্ডাখানায় বা পাড়ার 'মনসুর এন্ড কোং হোটেল রেস্টুরেন্ট' এ গেলে ... অথবা অনেকদিনপর পুরোনো বন্ধুদের দেখা পেলে ... আমার সেরকম মনে হচ্ছে ... ভাল লাগছে খুব বেশী আবার লিখতে বসে ... (আশ্চর্য ব্যাপার দু'মাস পরেও বাংলা টাইপে একদম সমস্যা হচ্ছেনা!!!) ভাল লাগছে নিজের পেজে হিটসংখ্যা 9000 এর কাছাকাছি দেখে ... লাস্ট যখন লিখলাম তখন ছি 5000 এর ঘরে ... অনেকেই কি খোঁজ করেছিলেন? ... নিজেনিজেই ধরে নিচ্ছি অনেকেই খোঁজ করেছেন ... হে হে হে ... এটা ভেবে খুবই আনন্দ লাগছে ... বিশেষ করে আমার মতো বিদেশ-বিভঁূইয়ে থাকা মানুষের জন্য যারা রাতে বাসায় ফিরে সবচেয়ে কঠিন যে বাস্তবতার সামনে দাঁড়ায় টা হলো 'আজকের দিনে আর কোন মানুষের সাথে দেখা হচ্ছেনা' ... কিছুটা বিব্রত হয়ে এবং অনেকটাই আনন্দিত হয়ে লিখে ফেললাম নিজের অনুভূতি ... সিরিয়াস সব কথার মাঝে একান্তই ব্যাক্তিগত কথা ... লিখতে পেরে ভাল লাগছে ... সবাইকে আবার পেয়ে ভাল লাগছে ... ভাল থাকুন সবাই ... শুভ'র কথা ধার করে বলি, থাকুন সবাই টলটলে জলের মতো ... -জি্বনের বাদশা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।