আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর কক্ষপথে ঘুরেফিরে দেখেছি, এই পৃথিবী আজব যাদুর ঘর,// শাফিক আফতাব //



জীবনের অনিবার্যতা মেনে নিযে এখন ধীরে ধীরে পথ চলি __
গন্তব্যে পৌঁছবার তাড়া নেই আর, আকাশ দেখিনা স্বপ্নিল চোখে,
মুখে ঝরে না আর শুভ্র খইয়ের অজস্র কথাকলি __
নির্জনে জাবর কাটি গবাদি পশুর মতোন, যাই বলুক লোকে।

আমি নদীর স্রোতের সাথে পাল্লা দিয়ে দেখেছি, নদী নদীর মতোন,
আমি বাতাসের সাথে পাল্লা দিয়ে দেখেছি, বাতাস আপন নিয়মে চলে,
আমি নারীকে ভালোবেসে দেখেছি, নারীরা অমূল্য রতন,
আমি অধ্যবসায়ে অপেক্ষা করে দেখেছি, সব চলে যায় বিফলে।

আমি শিশুবেলায় কাগজের বিমান বানিয়ে দেখেছিলাম, স্বপ্নের ডানা,
আমি শিশুবেলায় কাগজের নৌকো বানিয়ে দেখেছিলাম, জীবনের গতি,
আমি সত্য আর সুন্দরকে ভালোবেসে দেখেছি, অন্ধকারে সবাই বেগানা,
আমি ভালোবাসাকে ব্যবচ্ছেদ করে দেখেছি, এ কিছু নয়, কামরতি।

পৃথিবীর কক্ষপথে ঘুরেফিরে দেখেছি, এই পৃথিবী আজব যাদুর ঘর,
সারাজীবন ধরে দেখলাম, পৃথিবীটা আলেয়া, এখানে সবাই সবার পর।
১১.০২.২০১৪

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.