আমাদের কথা খুঁজে নিন

   

জামর্ান ভাষা শিক্ষার আসর পর্ব-10

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

স্বাগতম আজ আমরা এর Grund অথার্ত মূল নিয়ে আলোচনা করব । এটি হবে দ্্বিতীয় পর্ব এই বিষয়ে আলোচনার । পূর্ববতীয় পর্বের অনেক সীমাবদ্ধতা ছিল, যা কাটিয়ে উঠার জন্য এই পর্বের জন্ম । আলোচনার সুবিদার্থে বেশ কয়েকটি পর্বে বিভক্ত করা হয়েছে । 1) জামার্ন কেন শিখব, শেখার দরকার আছে কি?, লাভটাই বা কি? 2) জামার্ন শেখা অনেক কঠিন লাগে, অতসত ব্যাকরণ শিখতে পারব না ! 3) জামার্ন শিখতে অনেক সময় লাগবে, তাছাড়া আমার অনেক কাজের চাপে শিখতে দেরী হয়, অনেক গুলো পর্ব মিস করি ।

4) জামার্ন শিক্ষা আসর এর ভবিষ্যত পরিকল্পনা । [রং=#106000]1) জামার্ন কেন শিখব, শেখার দরকার আছে কি?, লাভটাই বা কি? উ: কোন লাভ নেই, যদি জামার্ন ভাষা প্রচলিত দেশে না আসেন ! কিন্তু যদি আপনি সত্যিকারেই জ্ঞান পিপাসু হয়ে থাকেন, তাহলে লাভ আছে । আমি আমার নিজের জীবনের উতসকেই টেনে ধরি, অনেক কিছুই আমি করেছি যার তেমন দরকার ছিল না, শুধু জানার জন্য কিন্তু একসময় না একসময় কিভাবে যেন কাজে লেগে গেছে, তা আমি নিজেও জানি না । কারণ আমি মাইক্রোসফট এর মত কিপ্টে হতে চাই না, তবে লিনাক্স এর মত উদার হতে চাই কিন্তু এর জন্য ধন না থাকলেও জ্ঞান থাকতে হয় এবং তা চর্চা করতে হয় তা না করলে এই ধনও হাওয়ায় মিলিয়ে যায় যা আমার অনেক ক্ষেত্রেই ঘটেছে । আরেকটা আছে, যাকে বলে অহংকার, যারা খুবই অহংকারী তারা বলতে পারবেন আমি শুধু ইংরেজী কিংবা, হিন্দী বা উদর্ু বরং জামার্ন ভাষাও মোটামোটি বলতে পারি-বুঝতে পারি ।

কোন তৃতীয় বিশ্বের সাংস্কৃতির সাথে যুক্ত হতে ইংরেজীকে গুরুত্ব দিলেই চলবে না সাথে জামার্ন এবং ফ্রেঞ্চ এর গুরুত্বঅপরিসীম তাও মনে রাখতে হবে । সেই ইচ্ছাতেই ফ্রেঞ্চ শিখেছিলাম কিন্তু চর্চার অভাবে হাওয়াতে মিশে যেতে বসেছে । সংগীতের কথা আর বলব না । চেষ্টার ত্রুটি করেছি বলেই, এই শাখাটিতে আমার অজ্ঞতা স্থায়ীভাবে বসে গেছে, কিন্তু এই বলে হাল ছাড়িনি ! যদি সুযোগ পাই তাতেও আমার সাম্রাজ্য বিস্তার করব । এখন বাকিটা আপনার ইচ্ছা সবার মন মানসিকতা এক না, কেউ হয়ত টাকার নেশায় মত্ত কেউ হয়তোবা সংস্কৃতি কলায় *নৃত্য ।

আমার যা বলার বলেছি । (উতস:কয়েকজনের মন্তব্যে)[/রং] [রং=#706080]2) জামার্ন শেখা অনেক কঠিন লাগে, অতসত ব্যাকরণ শিখতে পারব না ! উ: আমি একটি কথা উলেলখ করিনি, যা আমার ভুল ছিল । হয়ত ভুল নয়, হয়তেবা ভুল ; কারণ আমার ধারণা ছিল ব্যাপারটি আপনার খুব সহজেই ধরতে পারবেন । না আমার ভুল বেশ কয়েকদিন ধরেই ধরতে পেরেছি । আমি আমার জামার্ন সাহিত্য রচনায় অনেক বই, ইন্টারনেট লিংক, মানুষের ব্যক্তিমতামত এর সাহায্য নিয়েছি ।

এতে হয়ত আমার নিজস্ব বিকাশিত রচনা হিসেবে স্বীকৃতি দিতে পারব না, তবে একটি উন্নত মাধ্যম হতে পারে বৈকি । ইতিপূর্বে আমি আমার [link|http://www.somewhereinblog.net/rifat/post/22595|Avi

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।