আমাদের কথা খুঁজে নিন

   

জামর্ান বেতার তরঙ্গ নতুন আঙ্গিকে

শখের রাজা ডি-এক্সিং

'ঐতিহ্য কে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে চলার প্রত্যয় ' নিয়ে Deutsche Welle জামর্ান রেডিও বন আগামী 29 শে অক্টোবর নবরুপে দুইটি অধিবেশনে প্রচার আরাম্ভ হতে চলেছে। বাংলাদেশ সময় সকাল 8টা এবং রাত্রি 9টা 30 মিঃ এ প্রতিদিন 30 মিনিটের অনুষ্ঠান সম্প্রচার করবে জামর্ান রেডিও বন। প্রসঙ্গে উল্লেখ্য বর্তমানে এই সম্প্রচার বাংলাদেশ সময় সকাল 7 টা থেকে 8টা পর্যন্ত প্রতিদিন বাংলা অনুষ্ঠান প্রচার করে। অক্টোবর 29, 2006 থেকে অনুষ্ঠান শোনা যাবে সকাল 0800-0830 (বাংলাদেশ সময়) ঃ 7285 কি.হা. ও 9850 কি.হা. রাত্রি 0930-1000 (বাংলাদেশ সময়) ঃ 7225, 9585 ও 11995 কি.হা.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।