শখের রাজা ডি-এক্সিং
গত 11 ই অক্টোবর 2006 বাংলাদেশ ও ভারতের তিনটি বাংলা ডি-এক্স পত্রিকার সম্পাদক এবং তিন জন বেতার শ্রোতার সমন্বয়ে রাত 10.45 এ হয়ে গেল ডি-এক্স বিষয়ক মোবাইল কনফারেনস।
খুলনার শ্রোতা বন্ধু ডাঃ বিকাস রঞ্জন ঘোষের সঞ্চালনে কনফারেনস এ অংশ নেন রাজশাহী বাংলাদেশ এর ডি-এক্স নেট পত্রিকার সম্পাদক আশিক ইকবাল টোকন, ঢাকার উত্তরন নিউজ লেটারের মহজুরুল আলম রিপন এবং ভারতের নতুন তরঙ্গ পত্রিকার সৌমিত্র রায়।
শ্রোতাবন্ধু আরশাদ আলী বিশ্বান (খুলনা) এবং শ্রোতাবন্ধু আব্দুল কুদ্দুস মাস্টার (কুড়িগ্রাম) ও হাজির ছিলেন এই মোবাইল কনফারেনস এ।
ডয়েচে ভেলে বাংলা বিভাগের নতুন সময় সকাল 8টা নিধর্ারন করায় সকলেই খেদ প্রকাশ করেন। সৌমিত্র বাবু 29 অক্টোবর থেকে অনুষ্ঠান না শোনার ঘোষনা প্রদান করেন।
মঞ্জুরুল আলম রিপন জানান তিনি ও এ সিদ্ধান্তের প্রতিবাদ করছেন তবে তিনি অনুষ্ঠান না শোনার পক্ষে নন।
আশিক ইকবাল টোকন সকলকে ব্যাখ্যা করার চেষ্টা করেন কেন এ অবসথার সৃষ্ঠি হলো। বাংলা, হিন্দি ও উর্দ্দু বিভাগের রাত্রিকালীন সময় বিণ্যাশই যে এর পেছনে তাও তিনি উল্লেখ করেন। তিনি অনুষ্ঠান শোনা অব্যাহত রেখে প্রথম কয়েক মাসের ফলাফল দেখার অনুরোধ জানান।
তিন সম্পাদকই তাদের ডি-এক্স পত্রিকাতে ঘটনার উপর আলোকপাত করার প্রতিশ্রুতি প্রদান করেন।
*** ডি-এক্স নেট *** ডি-এক্স ইং এর সাথে 13 বছর *****
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।