আমাদের কথা খুঁজে নিন

   

আমেরিকায় উচ্চতর শিক্ষা (4) - ইউনিভার্সিটি কি চায়?

ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।



ভর্তির জন্য ইউনিভার্সিটি কি চায়? আপনার কোন কোন যোগ্যতা তাদের কাছে গুরুত্বপূর্ণ? কিভাবে প্রস্তুতি নেবেন আমেরিকার ইউনিভার্সিটিতে ভর্তির জন্য? ভর্তির জন্য আপনার যে সমস্ত যোগ্যতা দেখবে সেগুলো একটা তালিকা আকারে দেয়া যাক প্রথমে: 1। আপনার ইংরেজীতে কমিউনিকেশনের ক্ষমতা 2। আপনার বুদ্ধিমত্তা - গানিতিক, যৌক্তিক, (ইংরেজী) ভাষাগত দক্ষতা 3। নিজেকে প্রকাশ করবার বা বিক্রি করবার ক্ষমতা 4। শিক্ষা এবং কাজের ব্যাপারে আপনার দক্ষতা 5।

আপনার শিক্ষা এবং তার মান 6। কোন কোন ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটি আপনার টিউশন ফি দেবার মত অর্থনৈতিক সচ্ছলতা আছে কিনা সেটাও দেখে থাকে আপনার ইংরেজী কমিউনিকেশনের যোগ্যতা পরিমাপের পদ্ধতির জন্য ইউনিভার্সিটিগুলো নির্ভর করে টোফেলের উপর। টোফেল একটি পরীক্ষা যেখানে আপনার ইংরেজী শোনা (কতগুলো কথা হেডফোনের মাধ্যমে শুনে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে), ইংরেজী পড়া (কতগুলো প্রশ্ন পড়ে উত্তর করতে হবে), ইংরেজী লেখা (দুটো রচনা লিখতে হবে) এইসব যাচাই করা হয়। শুনেছিলাম বর্তমান টোফেলে ইংরেজী বলা নামক একটা অংশ থাকবে। কম্পিউটার ভিত্তিক টেস্টিং এ টোফেলে 300র মধ্যে 240 থাকলে বেশীরভাগ ইউনিভার্সিটিতে গ্রহনযোগ্যতা পাওয়া যায়।

তবে আপনার পছন্দ করা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে এব্যাপারে আরো জানতে পারবেন। ইদানীং ইন্টারনেট বেজড টেস্টিং বলে একটা নতুন ধরনের পদ্ধতি বের করেছে টোফেল অথরিটি। ব্যাপারটা সমর্্পকে আমার ধারনা নেই। এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে [link|http://www.ets.org/portal/site/ets/menuitem.1488512ecfd5b8849a77b13bc3921509/?vgnextoid=f138af5e44df4010VgnVCM10000022f95190RCRD&vgnextchannel=b5f5197a484f4010VgnVCM10000022f95190RCRD|wK

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।