যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
ব্রাত্য রাইসু ট্রেন্ড ভাঙার কবি। অবশ্য আপনাদের স্বাধীনতা ১০০% অটুট থাকছে এর নেগেটিভিটি বা পজিটিভিটি নির্ণয়ের। ভাবুন নিজের স্বাধীনতা মিশিয়ে এবং বুননে দিন এমন কিছু উপটান যেন চকচক করে ওঠে কালিদাসের খোমা। কেউ আমাকে বলেন তিনি বিনয় মজুমদার হবেন, কেউ বলেন তিনি ট্রেন্ড ভাঙছেন না, বরং গড়ছেন; যে যাই বলুক, আমি দেখি নতুন কিছু একটা, যা ভেঙে তৈরী হচ্ছে বা তৈরী হতে গিয়ে ভেঙে দিচ্ছে আমাদের পরিচিত নকশা। আগুনের পরশমনিতে আজকে তার সাথে মেঘ দেখি আর মিগ দেখি সব দেখাদেখির অবসর যদি থাকেই তবে পরিচিত হবার সুযোগ হবে তার লেখালেখি ভাবনার আদ্যোপান্ত, কোথায় শেকড় অথবা স্পাইডারম্যানের জাল বেছানো অবলম্বন।
আপাত সম্পূর্ণতার ভর করে এখন বলছি প্রশ্ন করুন অবলীলায় এবং যেকোন মুহূর্তে একটা সংশোধনী এনে বাকরোধ করার কোন সম্ভাবনা নেই। ব্রাত্য আপনাদের প্রশ্নের উত্তর দেবেন যেকোন মুহূর্ত থেকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।