আমাদের কথা খুঁজে নিন

   

ফ্যাশনে নতুন ট্রেন্ড স্কাফ



ফ্যাশনের বৈচিত্র্যময় ভুবনে নতুন সংযোজন স্কার্ফ। তাছাড়া এই শীতে সোয়েটার বা জ্যাকেটের সঙ্গে স্কার্ফ পরলে আরামের সঙ্গে আপনাকে ফ্যাশনেবল লুকও দেবে। বিশ্ববিদ্যালয় পড়-য়া তরুণ-তরুণীদের কাছেই স্কার্ফ বেশি পছন্দের। মেয়েরা জিন্স, টি-শার্ট, স্কার্টের সঙ্গে বিভিন্ন ডিজাইনের স্কার্ফ ব্যবহার করছে। আর ছেলেরা সব ধরনের স্যুট, জ্যাকেট এমনকি সোয়েটারের সঙ্গেও স্কার্ফ পরছে।

ফ্যাশন ডিজাইনার খালিদ নতুন এই ফ্যাশন অনুসঙ্গটিকে পজিটিভলি’ই দেখছেন। বললেন, ‘তরুণ-তরুণীরা বিভিন্ন সময় বিভিন্ন ফ্যাশন ফলো করে। স্কার্ফের ক্ষেত্রে বলতে গেলে, সাধারণত শীত প্রধান দেশগুলোতে স্কার্ফ ব্যবহার হলেও, আমাদের দেশীয় ফ্যাশনের নতুন অনুসঙ্গ হিসেবে স্কার্ফ ভালই মানিয়ে যাচ্ছে। শুরুতে মেয়েরা স্কার্ফ পরতো, এখন ছেলেরাও বিভিন্ন ড্রেসের সঙ্গে মিলিয়ে স্কার্ফ পরছে। বেশ ভালও লাগে তাদের।

স্কার্ফটি আসলে মাফলার কিংবা চাদর না। এটি এর মাঝামাঝি একটি জিনিস। শর্ট ড্রেস, জিন্স, টপস, টি-শার্ট এমনকি স্যুটের সঙ্গেও স্কার্ফ পরা যায়। ফ্যাশন হাউসগুলোতে খাদি, পাহাড়ি ও সুতির স্কার্ফই বেশি পাওয়া যায়। অনেকে আবার সিল্কের স্কার্ফও পরছেন।

এক্ষেত্রে খরচ একটু বেশি পড়ছে। ছেলেদের স্কার্ফ একটু কম যতœ নিয়ে তৈরি করা হলেও, মেয়েদের জন্য পাওয়া যাচ্ছে বাহারি রঙের নানান স্কার্ফ। ম-ল ড্রেসের রঙের বিপরীত রঙের স্কার্ফ পরলে সবাইকেই ভালো লাগে। ’ বাজারে বিভিন্ন ডিজাইনের, প্রিন্টের, ফেব্রিকের কাজ অথবা সুতার কাজ করা স্কার্ফ পাওয়া যাচ্ছে। যেকোনো ফ্যাশন হাউসে এসব স্কার্ফ পাওয়া যাবে।

এছাড়াও সিল্ক, পশমিনা, কাশ্মিরি স্কার্ফও পাওয়া যাচ্ছে। বর্তমান সময়ে তরুণ-তরুণীরা এক রঙের স্কার্ফের চেয়ে বিভিন্ন রঙের স্কার্ফ পরতে পছন্দ করে। তাদের কথা ভেবেই ফ্যাশন হাউসগুলো বিভিন্ন ডিজাইনের ও বিভিন্ন রঙের স্কার্ফ তৈরি করছে। শীতের স্কার্ফগুলো লম্বায় একটু বড় ও আরামদায়ক হয়। শুধু শীতের সময় পরার জন্যই এসব স্কার্ফ তৈরি।

Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।