আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ অনার্সে ভর্তি প্রক্রিয়া

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2006-07 শিক্ষাবর্ষে সব বিভাগে ও ইনসদ্বিটিউটে চার বছর মেয়াদি প্রথম বর্ষ স্টম্নাতক (সল্ফ্মান) বিএ/বিএসসি/বিএসএস/এলএলবি কোর্সে এবং বিবিএ প্রোগ্রামে ভর্তির জন্য নিল্ফেম্ন উল্কি্নখিত যোগ্যতাসমঙ্ল্পম্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে নির্ধারিত ফরমে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফরম নিচের সময়সহৃচি অনুযায়ী বিশ্ববিদ্যালয় ক্যামঙ্াসের ইউনিট অফিসে (ডিন/ইনসদ্বিটিউট) গ্রহণ করা হবে। ছাত্রছাত্রীদের নিল্ফেম্নাক্ত ব্যাংকের শাখাগুলোতে 300 টাকা জমা দিয়ে নির্ধারিত আবেদন ফরম (নির্দেশিকাসহ) ত্রক্রয় করে আবেদন ফরমটি যথাযথভাবে স্ট্বহস্টেস্ন পহৃরণ করে নিজ নিজ ইউনিট অফিসে জমা দিয়ে সঙ্গে সঙ্গে ভর্তি পরীক্ষার 'প্রবেশপত্র' সংগ্রহ করতে হবে। * ভর্তি পরীক্ষার আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে এবং আগামী 20 নভেল্ফ্বর, 2006 ইং তারিখ পর্যনস্ন পাওয়া যাবে এবং পহৃরণকৃত আবেদন ফরম সংশি্নষদ্ব ইউনিট (ডিন/ইনসদ্বিটিউট) অফিসে জমা দিতে হবে 23 নভেল্ফ্বর, 2006 ইং তারিখের মধ্যে। * অগ্রণী ব্যাংকের (1) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা, (2) নিউমার্কেট শাখা, (3) আগ্রাবাদের শেখ মুজিব রোড শাখা এবং (4) চকবাজারের কাপাসগোলা শাখা, চট্টগ্রাম থেকে ভর্তি পরীক্ষার আবেদন ফরম সংগ্রহ করা যাবে।

ভর্তির সাধারণ যোগ্যতা ক-ইউনিট (বিজ্ঞান অনুষদ) যেসব ছাত্রছাত্রী বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড থেকে 2002 থেকে 2004 সালের মধ্যে এসএসসি বা দাখিল বা সমমানের পরীক্ষা এবং 2005 বা 2006 সালে বিজ্ঞান/কৃষিবিজ্ঞান শাখায় এইচএসসি বা আলিম বা সমমানের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া নহৃ্যনতম মোট জিপিএ-6 পেয়েছে, তবে কোনো পরীক্ষায় জিপিএ-2.5-এর নিচে নয়, তারা 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবে। নোট : গণিত বিষয় বা গণিত ও জীববিদ্যা উভয় বিষয় নিয়ে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা ক ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবে। খ, গ, ঘ ও ঙ_ ইউনিট (কলা, বাণিজ্য, সমাজবিজ্ঞান ও আইন অনুষদ) (ক) যেসব ছাত্রছাত্রী বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড থেকে 2002 থেকে 2004 সালের মধ্যে এসএসসি বা দাখিল বা সমমানের পরীক্ষা এবং 2005 বা 2006 সালের যে কোনো শাখায় এইচএসসি বা আলিম বা সমমানের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া নহৃ্যনতম মোট জিপিএ-5.5 পেয়েছে, তবে কোনো পরীক্ষায় জিপিএ-2.5-এর নিচে নয়; তারা খ, গ, ঘ ও ঙ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবে। (খ) যেসব ছাত্রছাত্রী 2002 থেকে 2004 সালের মধ্যে এসএসসি বা সমমানের পরীক্ষা এবং 2005 বা 2006 সালের ডিপ্ট্নোমা-ইন-কমার্স/ডিপ্ট্নোমা-ইন-বিজনেস সদ্বাডিজ উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া নহৃ্যনতম মোট জিপিএ-5.5 পেয়েছে, তবে কোনো পরীক্ষায় জিপিএ-2.5-এর নিচে নয়, তারা শুধুমাত্র 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবে। (গ) যেসব ছাত্রছাত্রী 2002 থেকে 2004 সালের মধ্যে এসএসসি বা দাখিল বা সমমানের পরীক্ষা এবং 2005 বা 2006 সালের অর্থনীতি বিষয়সহ গার্হস্ট্থ্য অর্থনীতি শাখায় এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া নহৃ্যনতম মোট জিপিএ 5.5 পেয়েছে, তবে কোনো পরীক্ষায় জিপিএ-2.5-এর নিচে নয় তারা খ ইউনিট (চারুকলা, আরবি, ইসলামিক সদ্বাডিজ এবং পালি ও সংস্ট্কৃত ছাড়া), গ ইউনিট, ঘ ইউনিট এবং ঙ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবে।

(ঘ) এইচএসসি (ব্যবসায় ব্যবস্ট্থাপনা) পরীক্ষা উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে যাদের ত্রক্রমিক ক-এ উল্কি্নখিত ভর্তির যোগ্যতা আছে তারা খ ইউনিট (চারুকলা, আরবি, ইসলামিক সদ্বাডিজ এবং পালি ও সংস্ট্কৃত ছাড়া), গ ইউনিট এবং ঙ ইউনিটের ভর্তি পরীক্ষার যোগ্য হবে। 'চ' ইউনিট (ইনসদ্বিটিউট অব ফরেসদ্ব্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস) চ ইউনিটে ফরেষদ্ব্রি ও এনভাইরনমেন্টাল সায়েন্সেস এ বিএসসি (অনার্স) কোর্সে ছাত্রছাত্রী ভর্তি করা হবে । যেসব ছাত্রছাত্রী বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড থেকে 2002 থেকে 2004 সালের মধ্যে এসএসসি বা দাখিল বা অনুমোদিত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 2005 বা 2006 সালে বিজ্ঞান/কৃষিবিজ্ঞান শাখায় পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও জীববিদ্যা বিষয়সহ এইচএসসি বা আলিম বা তিন বছর মেয়াদি ডিপ্ট্নোমা ইন-ফরেসদ্ব্রি বা সমমানের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া মোট জিপিএ-6 পেয়েছে, তবে কোনো পরীক্ষায় জিপিএ-3-এর নিচে নয় এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় হিসেবে গণিত বা জীববিদ্যা বিষয়ে নহৃ্যনতম বি গ্রেড পেয়েছে তারা 'চ' ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবে। 'ছ' ইউনিট (ইনসদ্বিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ) যেসব ছাত্রছাত্রী বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড থেকে 2002 সালের মধ্যে এসএসসি বা দাখিল বা সমমানের পরীক্ষা এবং 2005 বা 2006 সালের বিজ্ঞান/কৃষিবিজ্ঞান শাখায় এইচএসসি বা আলিম বা সমমানের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া মোট জিপিএ-6 পেয়েছে, তবে কোনো পরীক্ষায় জিপিএ-2.5-এর নিচে নয়, তারা 'ছ' ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবে। এইচএসসি বা সমমানের কোর্সে জীববিজ্ঞান/ কৃষিবিজ্ঞান এবং গণিত/পরিসংখ্যান বিষয় অধীত হতে হবে এবং উল্কি্নখিত বিষয়গুলোয় আলাদাভাবে কমপক্ষে 'সি' গ্রেড থাকতে হবে।

'জ' ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) যেসব ছাত্রছাত্রী বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড থেকে 2002 থেকে 2004 সালের মধ্যে এসএসসি বা দাখিল বা সমমানের পরীক্ষা এবং 2005 বা 2006 সালে বিজ্ঞান/কৃষিবিজ্ঞান শাখায় এইচএসসি বা আলিম উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া নহৃ্যনতম মোট জিপিএ-6 পেয়েছে, তবে কোনো পরীক্ষায় জিপিএ-2.5-এর নিচে নয়, তারা 'জ' ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবে। * মনোবিজ্ঞান বিষয়ে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের মানবিক/বিজ্ঞান শাখা হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় নহৃ্যনতম জিপিএ-2.5সহ মনোবিজ্ঞান বিষয়ে উত্তীর্ণ প্রার্থী 'জ' ইউনিটের অনস্নর্গত মনোবিজ্ঞান বিষয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবে। * ভূগোল ও পরিবেশবিদ্যা বিষয়ে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের মানবিক শাখা হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় নহৃ্যনতম জিপিএ-2.5সহ ভূগোল বিষয়ে উত্তীর্ণ প্রাথর্ী 'জ' ইউনিটের অনস্নর্গত ভূগোল ও পরিবেশবিদ্যা বিষয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবে। নোট : জীববিদ্যা বিষয় বা গণিত ও জীববিদ্যা উভয় বিষয় নিয়ে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা জ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবে। 'ও' লেভেল, 'এ' লেভেল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ভর্তির যোগ্যতা যেসব ছাত্রছাত্রী 2002 সালে বা তৎপরবতর্ী সালে নহৃ্যনতম দুটি বিষয়ে 'বি' ও 3টি বিষয়ে 'সি' গ্রেডসহ জিসিই 'ও' লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একটি বিষয়ে 'বি' গ্রেড ও দুটি বিষয় 'সি' গ্রেড পেয়ে 2005 বা 2006 সালে জিসিই 'এ' লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা সব ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবে।

তবে ক, চ, ছ ও জ ইউনিটে ভর্তি প্রার্থীদের 'এ' লেভেল পরীক্ষায় বিজ্ঞান/কৃষিবিজ্ঞান শাখায় উত্তীর্ণ হতে হবে এবং 'চ' ইউনিটে ভর্তি প্রার্থীদের গণিত অথবা জীববিদ্যা বিষয়ে 'বি' গ্রেড এবং 'ছ' ইউনিটে ভর্তি প্রার্থীদের জীববিদ্যা বিষয়ে 'বি' গ্রেড থাকতে হবে। প্রয়োজনীয় তথ্য * ভর্তি পরীক্ষা এমসিকিউ পদব্দতিতে এক ঘণ্টায় 100 (একশ) নল্ফ্বরের হবে। * আবেদন ফরমের সঙ্গে (ক) মাধ্যমিক/দাখিল/ও লেভেল/অনুমোদিত সমমানের পরীক্ষা এবং উচ্চমাধ্যমিক/আলিম/এ লেভেল/অনুমোদিত সমমানের পরীক্ষা পাসের সংশি্নষদ্ব শিক্ষা বোর্ড কর্তৃক ইসু্যকৃত একাডেমিক ট্রান্সত্রিক্রপ্টেল্টর সত্যায়িত ফটোকপি (খ) সংশি্নষদ্ব কোটায় ভর্তির জন্য প্রযোজ্য সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি (গ) সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি (ছবির পেছনে ছাত্রছাত্রীর নাম লিখিত থাকতে হবে) সংযুক্ত করে দিতে হবে। * অসমঙ্হৃর্ণ বা ত্রুটিপহৃর্ণ আবেদন ফরম সরাসরি বাতিল বলে গণ্য হবে। ভর্তি পরীক্ষার সময়সহৃচি জ-ইউনিট (জীববিজ্ঞান অনুষদ)- 08/12/2006, সকাল 10টায়।

চ-ইউনিট (বন ও পরিবেশ বিজ্ঞান ইনসদ্বিটিউট)-08/12/2006 বেলা আড়াইটায়। ক-ইউনিট (বিজ্ঞান অনুষদ)-09/12/2006, সকাল সাড়ে 10টা। ছ-ইউনিট (ইনসদ্বিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ)-09/12/2006 ,বেলা আড়াইটায়। গ-ইউনিট (বাণিজ্য অনুষদ) (উচ্চমাধ্যমিক ও বিজ্ঞান শাখা)-10/12/2006 সকাল সাড়ে 10টায়। গ-ইউনিট (বাণিজ্য অনুষদ) (উচ্চমাধ্যমিক ব্যবসায় শিক্ষা শাখা, ডিপ্ট্নোমা-ইন-কমার্স ও ডিপ্ট্নোমা-ইন-বিজনেস সদ্বাডিজ শাখা)-11/12/2006 (সকাল সাড়ে 10টায়) ঘ-ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ)-12/12/2006 ,সকাল সাড়ে 10টায়।

ঙ-ইউনিট (আইন অনুষদ)-13/12/2006, সকাল সাড়ে 10টায়। খ-ইউনিট (কলা অনুষদ)-15/12/2006, সকাল 10টায়। খ-ইউনিট (চারুকলা, আরবি, ইসলামিক সদ্বাডিস, পালি ও সংস্ট্কৃত)-17/12/2006 ,সকাল সাড়ে 10টায় । যোগাযোগের ঠিকানা মোঃ সাইদ হোসেন, ডেপুটি রেজিসদ্ব্রার (একাডেমিক), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.