আমাদের কথা খুঁজে নিন

   

ফেরিওয়ালার বই ফেরি

ফাজলামৗ ও বিটলামি, খোঁচা এবং গুতা,

আমার কাছে জাদু আছে! বা, বই মানবজাতির উন্নয়নের জন্য অপরিহার্য। অন্য কুনো হালায় (হগলে না)এইভাবে শুরু করলেও আমি করি না, কারন আমি শাহেনশাহ! বই পড়া আমার ন্যাশা, সিগারেটের মতই, চেইন। তয় আজকাল আর পরবার পারতাছি না, ডাল-ভাত জুটানোর লাইগ্গা তৎপর। যাউকগা, যেইডা কইবার চাই, খুজতে, খুজতে আমি পাইছি বেশ কিসু বইয়ের লিঙ্ক। কিন্তু কুনো রয়্যালটি লাগবো না এই আবিষ্কারে, ফ্রি বিলাইলা। আর কইতাছি, মনে রেখো 1ফোটা দিলেম শিশির। ধুরো, খালি গাজাই, হালার পলিটিশিয়ানের স্বভাব। যাউকগা, লিঙ্ক হইলো: http://www.gutenberg.org/wiki/Main_Page http://www.kzeng.info/node/655

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।