আমাদের কথা খুঁজে নিন

   

ফেরিওয়ালার ২৫০ টাকা ছিনতাই করল পুলিশ

আমি সোজায় সোজা...

শাড়ির বৈধ কাগজ পত্র নেই, তাই গ্রেফতারের ভয় দেখিয়ে এক ফেরিওয়ালা থেকে জোর পূর্বক ২৫০ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুই পুলিশ সদস্য। এদের একজনের নাম কনস্টেবল শাহাদাৎ, অন্যজনের নাম জানা যায় নি। গতকাল সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে নগরীর ওয়াসার মোড়ের সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। গতকাল রাতে ফেরিওয়ালা আলম (৩৬) আজাদী কার্যালয়ে এসে জানান, তিনি টাঙ্গাইল থেকে ২০ টা করে তাঁতের শাড়ি এনে ফেরি করে বিক্রি করেন। গতকাল বায়েজিদ এলাকা থেকে ফেরি করে আসছিলেন তিনি।

সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে, তার রিক্সাটি থামায় দু’জন পুলিশ সদস্য। তাদের একজনের নাম শাহাদাৎ, অন্যজনের নেম প্লেটে ইংরেজিতে নাম লেখা থাকায় বুঝতে পারিনি। শাহাদাৎ তার কাছে শাড়ির বৈধ কাগজপত্র দেখতে চান। তিনি কীভাবে শাড়ি টাঙ্গাইল থেকে এখানে এনে ফেরি করে বিক্রি করেন তা বলেন। কিন্তু কনস্টেবল শাহাদাৎ শাড়িসহ থানায় নিয়ে যাওয়ার ভয় দেখায়।

অশ্রাব্য ভাষায় গালাগাল করে তাকে কয়েকবার মারতে উদ্যত হয়। এসময় আলম হাত জোড় করে ক্ষমা করে দিতে বললে, পকেটে কী আছে জিজ্ঞেস করে ঐ দুই পুলিশ কনস্টেবল। ফেরিওয়ালা তাদের জানান পুরো দিনে তিনি মাত্র একটা শাড়ি বিক্রি করেছেন। পকেটে আছে আড়াইশ টাকা। পরে শাহাদাৎ তার পকেট থেকে ঐ টাকা ছিনিয়ে নিয়ে তাকে পেছনে না তাকিয়ে চলে যেতে বলে।

Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।