আমাদের কথা খুঁজে নিন

   

প্লিজ শাহীন ভাই, লিখুন

আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুস্পের হাসি

শাহীন ভাই। আমাদের কামরুজ্জামান শাহীন ভাই। মজার মানুষ। ঠান্ডা মানুষ। অবশ্য মেজাজ বিগড়ে গেলে বুঝবেন আপনি শেষ।

মনে আছে একদিন ভিসির বাড়িতে আমাদের ঢুকতে দিচ্ছিল না। শাহীন ভাই পরিচয় দিলেও জরুরী বৈঠকের অজুহাতে আমাদের গেটে বাধা দিচ্ছিল পুলিশ। অনেক রিকোয়েস্ট করার পর পুলিশ অনড় থাকায় শাহীন ভাই হঠাৎ ক্ষেপে গিয়ে গেচে জোরসে একটা লাথি দিয়ে বললেন, সুজন আসো দেখি ক্যাডা ঠেকায়। পুলিশ বেচারা হা করে তখন আমাদের ভেতরে ঢোকার দৃশ্য দেখেছিলো। শাহীন ভাই কাজ করেন যায়যায়দিন-এ।

পত্রিকাতে তার নিউজে ক্রেডিট আসে কখনো রাবি প্রতিনিধি আবার কখনো ইউনিভার্সিটি প্রতিনিধি হিসেবে। এ নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় রিপোর্টাররা প্রায়ই শাহীন ভাইয়ের সঙ্গে মজা করি। আমাদের বিশ্ববিদ্যালয়ের রিপোর্টারদের মধ্যে শাহীন ভাই সবচেয়ে সিনিয়র। এ জন্য অবশ্য অনেক সময় তার ওপর আজান দিয়ে মজার মজার খাবার ব্যাপকভাবে খাই। কিন্তু একটা ব্যাপার নিয়ে ভীষণ কষ্টে আছি ।

ব্লগে মেম্বার হয়েও শাহীন ভাই আজও কোন পোস্ট দিলেন না। এখন দেখছি তিনি ব্লগে ঢুকেছেন। তাই জোরালো রিকোয়েস্ট শাহীন ভাই, প্লিজ লিখুন ব্লগে। আমরা অপেক্ষায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.