আমাদের কথা খুঁজে নিন

   

মা'য়ের চোখে প্রাপ্তি

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

(প্রাপ্তির সৌজন্যে- ভালবাসা যেখানে সেতুবন্ধন) দেখছিস কী তুই নয়ন মেলে, পালাবি কোথায় আমায় ফেলে? আঁকড়ে ধরে আছি যে শেকড়, ছেঁড়ার সাধ্য আছে কী তোর? মিশকালো টিপ কপালে এঁকে, রেখেছি তোকে আঁচলে ঢেকে; আঁধার ঘরের আলো যে তুই, মানিক তোকে বুকে নিয়ে শুই। এক এক করে কাটে যে দিন, চোখে ভাসে স্বপ্ন রঙিন; মরণ জয়ের দীপ্ত মশাল, রাখবি জ্বেলে তুই চিরকাল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.