যা কিছু মাথায় আসে
রঙ্গীন রুপভান, কিংবা হালের বলিউডের ডন; যেটাই বলা হোক না কেন সবই হবে রিমিক্স। আথচ আশ্চার্য ব্যপার হলো এখন পর্যন্ত দেখলাম না কোন গল্প বা কবিতার রিমিক্স। বিষয় শুধু লজ্জার রয়, অপমারেও। বাংলাদেশে এতো কবি আর রিমিক্স লিখতে পারেনা!!!!!!! ছিঃ। তাই আমাকেই হাতে তুলতে হল কলম...থুক্কু কীবোর্ড। কষ্ট করে হলেও একটু পড়েন। প্রথম প্রথম হজম হবে না। তাবে এক সময় নিশ্চয় জনপ্রিয় হয়ে উঠবে।
এফতারির পর সময় পেলে আপনাদের শোনাবো আমার রিমিক্স কবিতা
ছোট এক টা শোনাই
যেখানে দেখিবে ছাই
দন্ত মাজিয়া দেখ তাই
পাইলেও পাইতে পারো দাঁতের মাজন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।