আমাদের কথা খুঁজে নিন

   

পুনশ্চ: প্রসংগ রবীন্দ্রনাথ রিমিক্স

সুন্দর সমর

গতকাল এ জাতীয় একটা পোস্ট দিয়েছিলাম কিন্তু তার লিংক কাজ করেনি, কেনো জানিনা। আজ আবার দিলাম। http://www.esnips.com/web/DJTHAKUR তবে রবীন্দ্রনাথ ঠাকুরও মেরেছেন, এবং দক্ষতার সাথে মেরেছেন তা যদি কেউ অস্বীকার করেন তবে আর কি বলতে পারি? শিল্পের জগতে মারামারির কাজ আছে ছিলো এবং থাকবে। এবং দক্ষতার সাথে মারতে পারাটা খারাপ নয়। খারাপ হলো যখন কিনা কেউ মারার কথা স্বীকার করেন না বা ঘুরিয়ে আসল বলে চালিয়ে দিতে চান।

এ বাবদ আমার কাছে মনে হয় কাজী আনোয়ার হোসেন(বিদু্যৎ মিত্র) যিনি বাংলা ভাষায় থ্রিলার পরিবেশন করেছেন এবং থ্রিলারের ভাষা তৈরি করেছেন একজন আর্দশস্থানীয় ব্যক্তিত্ব। তিনি অপকটে বলেছেন, তার বই বিদেশী ছায়া অবলম্বনে লেখা। এ রকম বড় মনের মানুষ বাংলা ভাষায় বিরল। এবং ভদ্রলোক নিজের ঢাক নিজে পেটান না বলে দক্ষ হাতে অনবদ্য কাহিনী পরিবেশন ও থ্রিলারের ভাষা তৈরি করার পরও বেশ আড়ালে রয়ে গেলেন। অন্যদিকে হুমায়ুন আহমেদ তার (সেবা প্রকাশনী থেকে প্রকাশিত) অমানুষ নামের থ্রিলারের মুখবন্ধে লিখেছিলেন, বিদেশী ছায়া অবলম্বনে হলেও এটাকে মৌলিক রচনা বলা যায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।