বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
দক্ষিণ কলকাতার 95 পল্ললী পুজো মণ্ডপের থিম মহান ভাষা আন্দোলন। প্রবেশপথে সদ্য প্রয়াত বাঙালি মহান কবি শামসুুর রাহমানের কবিতায় তৈরি করা হয়েছে প্রবেশদ্বার। জীবনীপঞ্জীসহ ভাষা শহীদ সালাম বরকত রফিকের প্রতিকৃতি টাঙানো হয়েছে। বিশাল একটি নৌকা, যার দাঁড় বাইছে অনেকগুলো মাঝি, তারা বলছে 'আমার ভায়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?' এটাই এবার এদের মণ্ডপ।ভেতরে দেবী দুর্গা প্রতিষ্ঠিত। মণ্ডপের দুপাশে অপরাজেয় বাংলার ভাস্কর্য। মণ্ডপের একদম মুখোমুখি দাঁড়িয়ে আছে বাঙালির গর্ব 30 ফুট উচ্চতার শহীদ মিনার। মণ্ডপ গাত্রে লেখা হয়েছে সে দিনের কলকাতা থেকে বের হওয়া সংবাদপত্রে ভাষা আন্দোলনের কথা।
***আনন্দবাজার***01/10/06
***দৈনিক বর্তমান***02/10/06
***আমাদের সময়***03/10/06
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।